Optical illusion: তিন আধুনিকা নারীর মধ্যে কে বিবাহিতা? রইল আজকের সেরা চ্যালেঞ্জ!

অপটিক্যাল ইলিউশন, মনকে বিভ্রান্ত করে, মানুষকে মুগ্ধ করে।

অপটিক্যাল ইলিউশন, মনকে বিভ্রান্ত করে, মানুষকে মুগ্ধ করে।

author-image
IE Bangla Web Desk
New Update
optical illusion image, viral optical illusion,

অপটিক্যাল ইলিউশন, মনকে বিভ্রান্ত করে, মানুষকে মুগ্ধ করে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক অপটিক্যাল ইলিউশনের ছবি। এই ধরণের ছবি দেখে মন একেবারে ঘুরে যাবে। অপটিক্যাল ইলিউশন এমনই এক ধাঁধা যা চোখের সামনে থাকলেও খুঁজে পাওয়া যায় না। এই জন্য মনোযোগ দিয়ে দেখতে হবে।

Advertisment

অপটিক্যাল ইলিউশন, মনকে বিভ্রান্ত করে, মানুষকে মুগ্ধ করে। আপনি অন্যদের তুলনায় কতটা স্মার্ট তা পরীক্ষা করার অন্যতম সেরা উপায়। এই গেমটি আসলে বেশ কঠিন কারণ এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যেই চ্যালেঞ্জের সমাধান করতে হবে। আপনি যদি আগে কখনও এই চ্যালেঞ্জ গ্রহণ না করে থাকেন, তাহলে আজ আপনার কাছে এ এক সুবর্ণ সুযোগ।

publive-image
তিন মহিলার মধ্যে কে বিবাহিতা?
Advertisment

আমরা আপনাদের জন্য যে ছবিটি নিয়ে এসেছি, তাতে দেখা যাচ্ছে তিন মহিলাকে। তাদের সকলকে আইসক্রিম খেতে খেতে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যাচ্ছে। সকলের পরনে রয়েছে আধুনিক পোশাক। এখন এই ছবি ভাল করে দেখে বলতে হবে তিনজনের মধ্যে কে বিবাহিত। তবে মনে রাখবেন এর জন্য আপনার হাতে রয়েছে মাত্র ৮ সেকেন্ড। আপনি চ্যালেঞ্জ জন্য প্রস্তুত?

যদি আপনি চ্যালাঞ্জের উত্তর পেয়ে থাকেন তাহলে আপনাকে অনেক অভিনন্দন। অনেকেই এখনও বিবাহিতা মহিলাকে খোঁজার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বাঁ দিকে দাঁড়িয়ে থাকা মহিলার দিকে মনোযোগ সহকারে দেখুন। আপনি তার হাতের অনামিকা লক্ষ্য করার সঙ্গে সঙ্গে আপনার উত্তর পেয়ে যাবেন। আশা করি আজকের ধাঁধাটি সমাধান করতে পেরেছেন আপনি।

optical illusion image, viral optical illusion,
রইল আজকের চ্যালেঞ্জের উত্তর
viral