Advertisment

Optical illusion: ছবি থেকে উঁকি দিচ্ছে বাঁদর ছানা, খুঁজে পেলেন নাকি?

আপনার হাতে সময় আজ মাত্র ১৫ সেকেন্ড।

author-image
IE Bangla Web Desk
New Update
Optical Illusion,trending news, Viral post, optical illusion picture, iq test, brain games, brain puzzles, optical illusion games

ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি বানর। যা খুঁজে বের করতে হবে আপনাকে।

আজকের অপটিক্যাল ইলিউশন চ্যালেঞ্জ! ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি বানর। যা খুঁজে বের করতে হবে আপনাকে। আপনার হাতে সময় আজ মাত্র ১৫ সেকেন্ড।

Advertisment

অপটিক্যাল ইলিউশন মানে একরাশ ধাঁধা। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলেছে একটি ছবি। নেটিজেনদের মধ্যে প্রবল আকর্ষণের সৃষ্টি করেছে এই অপটিক্যাল ইলিউশন। এই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে বানর। আপনার কাজ হল সেই বানরটিকে খুঁজে বের করা। আপনার হাতে সময় রয়েছে মাত্র ১৫ সেকেন্ড। এই সময়ের মধ্যেই আপনি যদি এই বানরটিকে খুঁজে বের করতে পারেন তাহলে আপনি মাত্র ৪ শতাংশ মানুষের মধ্যে পড়বেন যারা এর সঠিক উত্তর দিতে পেরেছেন। অনেকেই এই ছবির আড়ালে লুকিয়ে থাকা বানরকে খোঁজার চেষ্টা শুরু করে দিয়েছেন।

অপটিক্যাল ইলিউশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ছড়িয়ে পড়েছে। এই ধরণের অপটিক্যাল ইলিউশনকে শুধুমাত্র মজার খেলা হিসাবেই নয়, চোখের ও মনের ক্ষমতা পরীক্ষার এ যেন এক বিশ্বাসযোগ্য মাধ্যম। সময় কাটানোর সেরা উপাদানের মধ্যে যে অপটিক্যাল ইলিউশন অন্যতম সেকথা সকলেই একবাক্যে মেনেও নিয়েছেন।

আজকে যে অপটিক্যাল ইলিউশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাতে দেখা যাচ্ছে দুটি বাচ্চা তাদের মা-বাবার সঙ্গে চিড়িয়াখানায় মজা করতে এসেছে। জিরাফ দেখা যাচ্ছে ছবিতে। তার মাঝেই লুকিয়ে আছে একটি বানর।

ইন্টারনেটে ভাইরাল হওয়া ভাইরাল অপটিক্যাল ইলিউশনে প্রতিদিনই নতুন কিছু দেখা যাচ্ছে। আজ, প্রদত্ত ছবির ভিতরে লুকিয়ে আছে একটি বানর। আপনাকে খুঁজে বের করতে হবে সেই লুকিয়ে থাকা বানরকে। আপনি যদি এই চ্যালেঞ্জটি ১৫ ​​সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করেন, তা হলে কোন সন্দেহ নেই আপনি জিনিয়াস।

Optical Illusion,trending news, Viral post, optical illusion picture, iq test, brain games, brain puzzles, optical illusion games
ছবির মধ্যে লুকিয়ে রয়েছে একটি বানর। যা খুঁজে বের করতে হবে আপনাকে।

ইন্টারনেটে প্রচুর Optical Illusion বর্তমানে ভাইরাল হচ্ছে। এই ছবিগুলির মধ্যে লুকোনো জিনিসগুলি খুঁজে পাওয়া কারও কারও পক্ষে কঠিন হতে পারে। আসলে এই ছবিগুলো এমন ভাবে তোলা বা আঁকা হয়, যাতে অনেক কিছুই গোপন থাকে। এই ধরনের ছবিতে চোখের সামনে এমন অনেক কিছুই থাকে, কিন্তু তা আমরা দেখতে পাই না। Optical Illusion মানেই একরাশ ধাঁধা।

অপটিক্যাল ইলিউশনের ছবিটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। অনেকেই পেয়ে গেছেন প্রশ্নের উত্তর, এবার আপনার পালা! আশা করি আপনিও খোঁজার চেষ্টা চালাচ্ছেন। আর যদি এখনও খুঁজে না পেয়ে থাকেন বানরটিকে তাহলে উত্তর রইল নীচে।

Optical Illusion,trending news, Viral post, optical illusion picture, iq test, brain games, brain puzzles, optical illusion games
আজকের চ্যালেঞ্জের উত্তর
viral
Advertisment