Advertisment

ভুঁড়ি না থাকলে সাক্ষাৎ মৃত্যু, যুবককে বাঁচাল নধর মধ্যপ্রদেশই! জানুন রোমহর্ষক কাহিনী

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় উদ্ধারকারী দলকে।খবর দেওয়া হয়। কোমরে দড়ি বেঁধে নিরাপদে বের করে আনা হয় তাঁকে। অর্ধনগ্ন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ভুঁড়িতেই রক্ষা। ভুঁড়ি না হলে যে কি হত! এমনই হয়ত ভাবছেন লিউ। ভুঁড়ির জন্যই যে প্রাণে বাঁচলেন তিনি। অবাক হলেও এমনটাই সত্যি।জীবনের কঠিন সময়েই ত্রাতা হয়ে দাঁড়াল ভুঁড়ি। কুয়োর মধ্যে থেকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাবার পর মধ্যপ্রদেশকেই ধন্যবাদ দিচ্ছেন তিনি।

Advertisment

ঘটনাটি ঘটে চীনের হেনান প্রদেশে। এমনটাই জানিয়েছে, লুয়াং ফায়ার সার্ভিস। লিউয়ের বাড়িতে কুয়ো খোঁড়ার কাজ চলছিল। অসমাপ্ত অবস্থাতেই একটি কাঠের বোর্ড দিয়ে ঢাকা দেওয়া ছিল সেই কুয়ো।

আরও পড়ুন

কমোডে বসতেই হিসহিস, মাঝরাতে হুলুস্থুল কাণ্ড টয়লেটে

ভুল করে ২৮ বছরের লিউ নিজের পৃথুল শরীর নিয়ে উঠে পড়ে সেই কাঠের বোর্ডে। তারপরেই বোর্ড ভেঙে সরাসরি কুয়োর মধ্যে পড়ে যাওয়ার উপক্রম হয়।

তবে সেই সময়েই ত্রাতা হয়ে দাঁড়ায় লিউয়ের গোলগাল শরীর। পুরো শরীর গলে যাওয়ার আগেই কুয়োর মুখে আটকে যায় তাঁর ভুঁড়ি। পপাত ধরণীতল হওয়ার আগেই বেঁচে যান তিনি।

সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে।খবর দেওয়া হয়। কোমরে দড়ি বেঁধে নিরাপদে বের করে আনা হয় তাঁকে। অর্ধনগ্ন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

শরীরে সামান্য ঘঁষে ছরে যাওয়া ছাড়া বড়সড় কোনো চোট লাগেনি তাঁর। সান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, সেই ব্যক্তির ওজন ১৩০ কেজি। জানা গিয়েছে, সেই ব্যক্তি শুকিয়ে যাওয়া একটি কুয়ো খোঁড়ার কাজে সহায়তা করছিলেন পরিবারকে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

viral news
Advertisment