Advertisment

Tamilnadu: ১৩ জুন মমতা ব্যানার্জির বিয়ে! পাত্র কে, দেখুন বিয়ের কার্ডে

আমি মনে করি যতদিন মানব সভ্যতা জীবিত, কম্যুনিজমের পতন নেই।‘

author-image
IE Bangla Web Desk
New Update
Tamilnadu Wedding, Mamata Banerjee

এই আমন্ত্রণ পত্র ছাপানো হয়েছে দলীয় মুখপাত্রে।

আগামি ১৩ জুন পাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হচ্ছে তামিল পাত্রের! তাও বিয়ের আবার রীতিমতো ধুমধাম করে। শুনতে অবিশ্বাস্য লাগলেও, এটাই বাস্তব। সালেমে ভাইরাল হওয়ার একটা আমন্ত্রণ পত্র ঘিরে এমনটাই শোরগোল। সেই আমন্ত্রণ পত্রে পাত্রীর নাম পি মমতা বন্দ্যোপাধ্যায়। আর পাত্র এএম সোশালিজম। পাত্রের বাবার নাম লেনিন মোহন আর দুই দাদার নাম এএম কমিউনিজম আর এএম লেনিনিজম।

Advertisment

তবে নামের সঙ্গে পাত্র-পাত্রী এবং বর পক্ষের নামের সঙ্গে সমাজতন্ত্র, লেনিনবাদ এবং রাজনৈতিক নেতৃত্বের নাম থাকায় প্রথমে খানিকটা বিভ্রান্তি তৈরি হয়েছিল। আদৌ কি আসল সেই বিয়ের কার্ড? না মস্করা করে বানানো? এই প্রশ্নের জবাব দিয়েছেন খোদ পাত্রের পরিবার। তামিলনাড়ুর সালেম জেলার সিপিআইয়ের রাজ্য সম্পাদক পাত্রের বাবা লেনিন মোহন ওরফে এ মোহন। মোহন পরিবার তরফে খবর, ‘এই কার্ড একদম সত্যি। এবং এটাই তাঁদের ছেলের বিয়ের আমন্ত্রণপত্র।‘

জানা গিয়েছে কয়েক প্রজন্ম ধরেই বামপন্থী এই মোহন পরিবার। পরিবারের কর্তা অর্থাৎ এ মোহন পানারামাথুপাত্তির কাউন্সিলর। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এমন অভিনব কার্ড বিন্যাসের প্রসঙ্গে এ মোহন বলেন, ‘সোভিয়েত রাশিয়ার পতনের পর মানুষ বলেছে কম্যুনিজম মুছে গিয়েছে। কম্যুনিস্ট আদর্শ আর কেউ অনুসরণ করবে না। এই সংক্রান্ত একাধিক খবর সেই সময় দূরদর্শনে সম্প্রচারিত হয়েছে। সেই ময়ে আমার স্ত্রী প্রথম সন্তানের জন্ম দেন। তাই আমি তাঁর নাম কম্যুনিজম রাখি। আমি মনে করি যতদিন মানব সভ্যতা জীবিত, কম্যুনিজমের পতন নেই।‘

মোহন আরও বলেছেন, ‘তাঁর গ্রাম কাত্তুরে অধিকাংশ বাসিন্দা কম্যুনিস্ট ভাবধারায় বিশ্বাসী। তাই তাঁদের সন্তানদের নাম রাশিয়া, মস্কো, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, ভিয়েতনাম রেখেছেন।‘ মূলত, বামপন্থী নেতা, আদর্শ আর কম্যুনিস্ট দেশের নামেই সন্তানদের নামকরণের রীতি এই গ্রামে। এমনটাও জানিয়েছেন পাত্রের বাবা।

তিনি বলেন, ‘বাম আদর্শ অনুকরণে আমি আমার সন্তানদের নাম রাখতে চেয়েছিলাম। তিন সন্তানের নামে সেই সাদৃশ্যই আছে। যেহেতু কনে আমাদের আত্মীয় এবং তাঁর দাদু কংগ্রেসি আদর্শে বিশ্বাসী। সেই পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইইয়ে অনুপ্রাণিত। তাই কন্যা সন্তানের নাম মমতার নামেই রেখেছে। আমরা চাই আগামি প্রজন্ম এই ধারা অব্যাহত রাখুক। যেমন আমি আমার নাতির নাম দিয়েছি মার্ক্সিজম। এরপর যদি কোনও নাতনি হয় নাম দেব কিউবাইজম।‘

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Mamata Banerjee russia Salem Family Tamilnadu Wedding Marxisim
Advertisment