New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/pak-journalist.jpg)
'ওয়েদার রিপোর্টিংয়ে' সেরা পারফরম্যান্স দেখুন ভিডিওতে।
পাকিস্তানি সাংবাদিকের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। ভাইরাল ভিডিওতে দাবি করা হচ্ছে তিনি ঘুর্ণিঝড় বিপর্যয়ের সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন। ভাইরাল এই ভিডিওতে দেখা যাচ্ছে পাক সাংবাদিক 'বিপর্যয়ের' খবর সংগ্রহ করতে গিয়ে করাচির এক সমুদ্রে ঝাঁপ দেন। কেন ঝাঁপ দিলেন তিনি?
জানা গিয়েছে জলের গভীরতা জানাতেই এমন কাজ করেছেন তিনি। তার সংবাদ পরিবেশন শৈলী ইন্টারনেটে ভাইরাল হয়েছে। পাক সাংবাদিকের ভিডিও শেয়ার করছেন অনেকেই। তবে পাক সাংবাদিকের এই অনন্য স্টাইল এই প্রথম নয়। এর আগেও পাক রিপোর্টের অনেক ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়েছে। জানা গিয়েছে পাক এই সাংবাদিকের নাম এই আবদুর রহমান। ঘূর্ণিঝড় বিপর্যয় প্রসঙ্গে পাকিস্তানেও হাই অ্যালার্ট জারি রয়েছে।
Masterclass in weather reporting. pic.twitter.com/bedXuvcEaA
— Naila Inayat (@nailainayat) June 14, 2023
এই ভিডিওটি ১৪ জুন টুইটারে পোস্ট করা হয়েছে। ক্যাপশনে তিনি লিখেছেন-ওয়েদার রিপোর্টে সেরা পারফরম্যান্স। প্রায় ১ মিনিটের এই ক্লিপে দেখা যায় সাংবাদিক বলছেন- 'আজও সমুদ্র উত্তাল, আমি জলে ঝাঁপ দেব এবং আপনাদের জানাব সমুদ্রের জল কতটা গভীর এবং তারপর আর কী… সটান জলে ঝাঁপ দেন ওই সাংবাদিক। তার এই কীর্তি দেখে হাসির রোল নেটপাড়ায়।
দক্ষিণ-পূর্ব আরব সাগরে সৃষ্ট গভীর এখন প্রবল ঘুর্ণিঝড়ে পরিণত হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয়েছে 'বিপর্যয়'। নামটি দিয়েছে বাংলাদেশ। গতকাল ঝড়ের দাপটে গুজরাটে ২ জনের মৃত্যু হয়েছে।