scorecardresearch

হৃতিকের নাচের হুবহু নকল, পাক যুবকের শোরগোল ফেলে দেওয়া পারফর্মেন্স viral

জয় জয় শিব শঙ্করের গানের ভিডিওতে পাকিস্তানি যুবকের নাচের ভিডিও ক্রমশই ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।

bollywood songs, Hrithik Roshan, pakistani, viral video

‘মেরা দিল ইয়ে পুকারে আজা’…! লতা মঙ্গেশকরের এই জনপ্রিয় গানের সুরে বর্তমানে ট্রেন্ডিং সোশ্যাল মিডিয়ায়। পাক কন্যা আয়েশার নাচ মুগ্ধ করেছে নেটিজেনদের। ফের বলিউড গানে নাচের ঝলকে নেটজনতার মন জিতে নিল এক পাকিস্তানি যুবক। জয় জয় শিব শঙ্করের গানের ভিডিওতে পাকিস্তানি যুবকের নাচের ভিডিও ক্রমশই ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়।

বলিউড ছবি ও গানের ক্রেজ শুধু দেশেই নয়, প্রতিবেশী দেশ পাকিস্তানেও অব্যাহত। অভিনেতা হৃতিক রোশনের ‘ওয়ার’ ছবির সুপারহিট গান ‘জয় জয় শিব শঙ্কর’-এ ধামাকা নাচে সকলের মন জয় করে নিল পাকিস্তানি ছেলেটি। এমন অসাধারন নাচ দেখে বুঁদ নেটিজেনরা। ভিডিওতে পাকিস্তানি ছেলেটির নাচের স্টাইল দেখার মতো। ভাইরাল হওয়া এই ভিডিও দেখে মনে হচ্ছে এটি একটি বিয়ের অনুষ্ঠানের শুটিং করা হয়েছে। ভিডিও ক্যাপশন অনুসারে, আমেরিকায় একটি বিয়ের অনুষ্ঠানে হচ্ছে, অভিনেতা হৃতিক রোশনের ‘ওয়ার’ ছবির সুপারহিট গান ‘জয় জয় শিব শঙ্কর’-এ নেচে আসর জমালেন এই পাক যুবক। ভিডিওতে দেখা যায় যে ছেলেটি হৃতিকের স্টেপ হুবহু নকল করতে দেখা যায়।

নাচের এই ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করেছেন যুবক নিজেই। এর সঙ্গে ক্যাপশন দেওয়া হয়েছে, ‘ব্যাং ব্যাং’। একদিন আগে শেয়ার করা এই ভিডিওটি ক্রমশ ভাইরাল হচ্ছে। এখন পর্যন্ত সাড়ে চার হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। নাচের প্রশংসায় কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটজনতা।  

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Pakistan boy dance on jai jai shivshankar s