New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/india-pakistan.jpg)
ভারতের পতাকাকে শ্রদ্ধা পাকিস্তানিদের।
ভারতের তিরঙ্গা ছিঁড়ে দিলেই মিলবে ১৫,০০০ টাকা। শর্ত ছিল এমনটাই। সম্প্রতি একটি ভিডিও-র দেখা মিলেছে ইউটিউবে, ভিডিওটি শুট করা হয়েছে পাকিস্তানের রাস্তায়। দেখা যাচ্ছে, দুই ব্যক্তি একে একে পথচলতি লোকের কাছে গিয়ে একটি আর্জি জানাচ্ছেন, বলছেন ভারতের পতাকাটি ছিড়ে ফেললেই কড়কড়ে পাঁচ হাজারের তিনটে নোট মিলবে হাতে হাতে। ১০ লাখের কথাও উঠল ঠিকই, কিন্তু এমন প্রস্তাবে শেষ অবধি কী করলেন পাকিস্তানের বাসিন্দারা? কীই বা বললেন তাঁরা? দেখুন ভিডিও। স্বাধীনতা দিবসের আগে এর থেকে ভাল উপহার বোধহয় আর কিছু হতেই পারে না।
Advertisment