/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/viral-video.jpg)
করোনাভাইরাস মোকাবিলায় নাজেহাল অবস্থা পাকিস্তান। দেশে সংক্রমণ ঠেকাতে উঠে পড়ে লেগেছেন প্রধানমন্ত্রী ইমরান খান। যে হারে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যাও। ইতিমধ্যে পাকিস্তানের ৯৩ জন করোনা আক্রান্ত মারা গিয়েছেন। মোট আক্রান্তের সংখ্যা পাঁচ হাজার পেরিয়েছে। বিশেষজ্ঞদের মতে সমারাত্মক চেহারা নিতে চলেছে পাকিস্তান। ২১ কোটি জনসংখ্যার দেশে করোনা আক্রান্তের সংখ্যা ভাবাচ্ছে পাক সরকারকে।
এই দুরবস্থার সময় সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে, আইসোলেশন ওয়ার্ডে করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে নাচ করছেন পিপিই ( পার্সোনাল প্রোটেকশন ইকিউপমেন্ট ) পরা ডাক্তার নার্স, স্বাস্থ্যকর্মীরা। ভয় নয়, আনন্দের মধ্যে দিয়ে মনকে শক্ত করতে চাইছেন তাঁরা। পারিপার্শ্বিক চাপ হ্রাস করতেই হাসপাতালের ভেতর নাচ করলেন চিকিৎসকরা। টুইটারে ভারতের প্রাক্তন ক্রিকেটার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ভিডিওটি শেয়ার করা মাত্রই ভাইরাল হয়ে যায়।
দেখুন ভাইরাল ভিডিও...
Corona....जहां भी हो सुन लो ???????? चिट्टा चोला !! #nayapakistanpic.twitter.com/BVUznyxEW5
— Gautam Gambhir (@GautamGambhir) April 12, 2020
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us