New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/08/cats-278.jpg)
'আমরা তো চাঁদেই রয়েছি', ভারতের সাফল্যে আজব সাফাই পাক যুবকের- দেখুন ভিডিও
সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও।
'আমরা তো চাঁদেই রয়েছি', ভারতের সাফল্যে আজব সাফাই পাক যুবকের- দেখুন ভিডিও
বুধবার সন্ধে ৬টা বেজে ৪ মিনিটে চন্দ্রপৃষ্ঠে সফট ল্যান্ডিং করে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের দক্ষিণ মেরুতে,পা রেখে ইতিহাস গড়েছে ভারত। ঠিক সেই দিন রাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি ভিডিও।
ভিডিওতে এক পাক যুবককে বলতে শোনা যাচ্ছে 'পাকিস্তান ইতিমধ্যেই চাঁদে'…যুবকের কথায় হেসে খুন নেটপাড়া। ভিডিওতে দেখা যাবে কীভাবে চন্দ্রযান-৩-এর সাফল্য নিয়ে ওই পাক যুবক তার দেশ পাকিস্তানকে নিয়ে মজা করছেন।
ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চন্দ্রপৃষ্ঠে সফট-ল্যান্ড করেছে। মিশন সফল হতেই দেশ ও বিশ্বে আনন্দের জোয়ার বইছে। ভারতের প্রতিটি কোণায় চন্দ্রযান-৩-এর সাফল্য উদযাপন শুরু হয়েছে। শুধু তাই নয়, এই বিশেষ কৃতিত্বের জন্য অন্যান্য দেশও ভারতকে অভিনন্দন জানিয়েছে। পাকিস্তানের জনগণও চন্দ্রযান-৩-এর সাফল্যে খুশি। কিন্তু একই সঙ্গে শুরু হয়েছে পাক সরকারের সমালোচনা। সোশ্যাল মিডিয়ায় এক ব্যক্তির একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যাতে তিনি নিজের স্টাইলে পাকিস্তানকে নিয়ে মজা করছেন।
'পাকিস্তান ইতিমধ্যেই চাঁদে'
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় যে সেখানে একজন ইউটিউবার চন্দ্রযান-৩-এর সাফল্যে জনসাধারণের প্রতিক্রিয়া জানতে চেয়েছিলেন। এ সময় তিনি এক ব্যক্তিকে জিজ্ঞেস করেন, আমরা কবে চাঁদে পৌঁছাব? এর জবাবে ওই ব্যক্তি বলেন, “আপনি জানেন না যে আমরা ইতিমধ্যে চাঁদে বাস করছি। কীভাবে তারও ব্যাখ্যা করেন ওই ব্যক্তি। তিনি বলেন, 'চাঁদে জল নেই, এখানেও জল নেই। চাঁদে গ্যাস নেই, এখানেও নেই। চাঁদে বিদ্যুৎ নেই, এখানেও বিদ্যুৎ নেই।
Meanwhile, the Sense of Humor of Pakistani People are always top class. This on Chandrayaan pic.twitter.com/Y127YPeyIv
— Joy (@Joydas) August 23, 2023
সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে এই ভিডিও। এটি @জয়দাস নামের এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। এর সঙ্গে ক্যাপশনে লেখা, “পাকিস্তানের মানুষের সেন্স অফ হিউমার সবসময়ই টপ ক্লাস।
৪০ দিনেরও বেশি সময় ধরে প্রায় ৩.৮৪ লক্ষ কিলোমিটার ভ্রমণ করার পরে, ভারতের চন্দ্রযান-৩ ল্যান্ডার চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে। সহজে এবং নিরাপদে চন্দ্রপৃষ্ঠে অবতরণের মাধ্যমে সফল অবতরণের নিরিখে ভারত বিশ্বের চতুর্থ দেশ হয়ে উঠেছে ।