রবিনা ট্যান্ডনের নাচে কোমর দুলিয়ে সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল পাক কন্যা। তার নাচে বুঁদ নেটপাড়া। নাচের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় প্রায়ই ভাইরাল হয়। নেটিজেনরাও বেশ উপভোগ করেন নাচের ভিডিও। সম্প্রতি এক পাক কন্যা তার নাচের জাদুতে সকলের মন জয় করে নিয়েছে।
দেশের মাটি হোক বা বিদেশ, সর্বত্রই বলিউড গানের দাপট অব্যাহত। গান রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গেই তার ওপর রিল বানানোর নেশায় ডুবে থাকেন তরুণ প্রজন্ম। সবেমাত্র যে ভিডিওটি সামনে এসেছে তা এক পাক কন্যার। ‘তু চিজ বাড়ি হে মাস্ত মাস্ত’ গানে তার নাচ দেখে নেটিজেনরা এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তারা কমেন্ট বক্সে ‘ওয়ান্স মোর-ওয়ান্স মোর’ বলতে বাধ্য হয়েছেন।
ভাইরাল হওয়া নাচের এই ভিডিওতে, দেখা যাচ্ছে মেয়েটিকে গানের সঙ্গে আশ্চর্যজনক ডান্স মুভ করতে শুরু করেন। পাশাপাশি তার লিপসিঙ্কও মুগ্ধ করেছেন নেটিজেনদের। নাচ দেখে মনে হয় মেয়েটি যেন পেশাদার নৃত্যশিল্পী। ডায়মন্ডকিলারএক্স নামের ইউটিউব চ্যানেলে ভিডিওটি আপলোড করা হয়েছে।
এই ভিডিওটি পুরনো হলেও সোশ্যাল মিডিয়ায় ফের ভাইরাল হয়েছে। এক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘তিনি বলিউড অভিনেত্রীর মতো নাচছেন।’ আরেক ব্যবহারকারী লিখেছেন, ‘মেয়েটির নাচ রবিনা ট্যান্ডনের নাচকেও হার মানিয়ে দিয়েছে’।