‘মেরা দিল ইয়ে পুকারে আজা’…. গানে নেচে রাতারাতি ভাইরাল হয়েছিলেন পাক কন্যা আয়েশা। বলিউড সিনেমার প্রতি আলাদাই আকর্ষণ রয়েছে বিশ্বের একাধিক দেশের। বাদ নেই পাকিস্তানেরও। বলিউড মশালা ফিল্মের আলাদা ফ্যান বেস রয়েছে সীমান্তপারের এই দেশে। আর তারই প্রমাণ মিলল।
দিন কয়েক ধরে একটি মেয়ের নাচের ভিডিও ইন্টারনেটে তুমুল আলোচিত হচ্ছে। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শেয়ার করা হচ্ছে। আয়েশা নামে এক পাক কন্যার তৈরি এই রিল ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেদুনিয়ায়। এবার আবারও এক পাক কন্যার নাচের ভিডিও আলোড়ণ ফেলেছে নেটপাড়ায়। মেয়েটি তার নাচের পারফরম্যান্স দিয়ে সবার মন জয় করছে।
অনুষ্ঠানে মেয়েটির নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। আর তা ছুঁয়ে গেছে লাখ মানুষের হৃদয়। কালো লেহেঙ্গায় নাচের ভিডিও ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। মেয়েটির নাচ দেখে অনেকেই বলছেন, মেয়েটি নোরা ফাতেহির চেয়েও ভালো নাচছেন। ভাইরাল নাচের ভিডিওটি রাহেল পিরজাদা নামের ইউটিউব চ্যানেলেও আপলোড করা হয়েছে। নাচে নোরা ফাতেহিকে টেক্কা দিয়েছে এই পাক কন্যা, এমনই জানাচ্ছেন নেটিজেনরা।
মানিকে মাগে হিতে গানে পাক কন্যার এই নাচ এখন সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডিং। নোরা ফাতেহির নাচের ভিডিওটি মাত্র ২ দিনে দেড় কোটির বেশি ভিউ হয়েছে। আর জনপ্রিয়তার নিরিখে পাক কন্যার নাচের ভিডিওটি কোন অংশেই কম নেই।