সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে রীতিমত আলোড়ণ ফেলেছে এক পাক কন্যা। 'লায়লা ম্যায় লায়লা'-তে নাচের ঝলক, চোখ কপালে নেটপাড়ার। নাচের ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় দারুণ ট্রেন্ডি। বলিউড গানের জনপ্রিয়তা সীমান্ত পেরিয়ে পাকিস্তানেও সমান ভাবে জনপ্রিয়। পাকিস্তানি যুবক-যুবতীর নাচের ভিডিওগুলি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ছে। সম্প্রতি পাকিস্তানি তরুণী আয়েশার 'মেরা দিল ইয়ে পুকারে' গানে নাচের ভাইরাল ভিডিও বেশ ‘গুঞ্জন’ তৈরি করেছে নেটদুনিয়ায়। এখন পাকিস্তানের আরেকটি মেয়ের নাচের ভিডিও ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করছে।
Advertisment
এই ‘ঝলমলে’ ভিডিওটিতে এক সুন্দরী পাক কন্যার দুর্দান্ত নাচের পারফরম্যান্স উষ্ণতা ছড়িয়েছে নেটপাড়ায়। তিনি বলিউডের হিট ট্র্যাক "Laila Main Laila" তে তার নাচে কার্যত ঝড় তুলেছেন। তার নাচের স্টেপ দর্শকদের স্তব্ধ করে দিয়েছে। নাচের সময় অফ-হোয়াইট গাউনে তাকে আরও সুন্দর দেখাচ্ছে। তার নাচের ভিডিওর প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।
এই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। এটি ইতিমধ্যে দুই লাখের বেশি বার দেখা হয়েছে। নাচ এবং গানের তালে মেয়েটির অনবদ্য পারফরমেস সকলকেই মুগ্ধ করবে। ইউটিউবে ওয়েডিং সূত্র চ্যানেল থেকে শেয়ার করা এই ভিডিওতে তার উদ্যমী নাচের মাধ্যমে ‘মঞ্চে আগুন’ লাগিয়ে দিয়েছেন এই তরুণী৷ ইন্টারনেট ব্যবহারকারীরা ভিডিও শেয়ার করার পাশাপাশি কমেন্ট বক্সে মেয়েটির নাচের প্রশংসা করছেন।