New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/09/cats-65.jpg)
বিয়ের আসরের সেরা চমক, এলইডি লাইটের লেহেঙ্গা পরেই কনের গ্র্যান্ড এন্ট্রি
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে
বিয়ের আসরের সেরা চমক, এলইডি লাইটের লেহেঙ্গা পরেই কনের গ্র্যান্ড এন্ট্রি
বিয়ে মানেই একটা বিশেষ আয়োজন। জীবনের বিশেষ এই দিনে সবকিছুই চাই স্পেশ্যাল। বরের ইচ্ছায় কনে এলইডি লাইট দিয়ে সজ্জিত লেহেঙ্গা পরে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। সম্প্রতি পাক দম্পতির এই কাণ্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
আমরা ভালবাসার জন্য অনেক কিছুই করে থাকি। বিয়ের দিনে নিজের পছন্দের মানুষের মন রাখতে এক তরুণী এমনই এক কাণ্ড ঘটিয়েছেন যা রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যাচ্ছে যে এক পাক কনে তার মেহেন্দি অনুষ্ঠানের জন্য লেহেঙ্গা পরেছেন। বড় ব্যাপার হল লেহেঙ্গাটি এলইডি লাইট দিয়ে সজ্জিত ছিল।
রিহ্যাব ড্যানিয়াল ইনস্টাগ্রামে তার বিবাহের ঝলকগুলি শেয়ার করেছেন এবং উল্লেখ করেছেন যে কীভাবে তার স্বামী তাকে ‘আলো দিয়ে উজ্জ্বল’ করতে চেয়েছিলেন। বিয়ের বিশেষ এই দিনে স্বামীর মন রাখতে এলইডি লাইটে সজ্জির একটি লেহেঙ্গা পরে সকলকে তাক লাগিয়ে দেন তিনি।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আলোচনার বিষয় হয়ে উঠেছে তাতে দেখা যাচ্ছে কনে তার স্বামীর সঙ্গে রঙিন এলইডি লাইটের লেহেঙ্গা পরে বিয়ের ভেন্যুতে এন্ট্রি নিচ্ছেন। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তা লাইক করেছেন হাজার হাজার মানুষ। এমন এলইডি লেহেঙ্গা সকলেই চমকে দিয়েছে।