New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/03/viral-1-1.jpg)
শাহজাদের গাওয়া গানের লিরিক্স — ‘‘অউর গলে না মিলনা, না হাত মিলানা, বাস দূর সে সালাম করনা।’’
বিশ্বে অতিমারী আকার নিয়েছে নোভেল করোনা ভাইরাস। ক্রমশ ছড়িয়ে পড়ছে ভাইরাসের সংক্রমণ। যা রুখতে তৎপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ রাজ্য ও কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক ও সরকারি আধকারিকরা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে। পাকিস্তানের এক আধিকারিকের গান করছেন। প্রাথমিকভাবে মনে হবে শাহরুখ খানের চলতে চলতে ছবিটির ‘শুনো না শুনো না’ গানটি করছেন ওই ব্যক্তি।
ইনি, পাকিস্তানের সরকারি আধিকারিক নাভিদ শাহজাদ। জানা গিয়েছে হাফিজাবাদের ডেপুটি কমিশনার। করোনা থেকে সুরক্ষিত থাকতে শুনো না শুনো না’ গানের সুরেই সচেতনতার বার্তা দিয়েছেন শাহজাদ। সম্প্রতি এই গান ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রশংসায় পঞ্চমুখ নেটাগরিকরা। শাহজাদের গাওয়া গানের লিরিক্স — ‘‘অউর গলে না মিলনা, না হাত মিলানা, বাস দূর সে সালাম করনা।’’
In a unique fashion, the Deputy Commissioner Hafizabad Naveed Shahzad delivers public service message on Corona virus. ???? pic.twitter.com/MRvvvHJ882
— Ansar Abbasi (@AnsarAAbbasi) March 18, 2020