Advertisment

পাকিস্তানে চায়ের ব্যবসা বাড়াতে ব্যানারে অভিনন্দনের ছবি

তাঁর হাতের তৈরি চা মানুষকে একসঙ্গে আনতে পারে, এমনকি শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারে, ব্যানারে এমনটাই বার্তা দিতে চেয়েছেন ওই পাকিস্তানি চাওয়ালা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

"অ্যায়সি চায়ে কি দুশমান কো ভি দোস্ত বানায়ে", এমনই এক ট্যাগ লাইন ব্যবহার করছেন এক পাকিস্তানি চাওয়ালা। ব্যানারে এই 'ট্যাগ লাইন'-এর সঙ্গে ছবি রয়েছে ভারতীয় বায়ুসেনার পাইলট অভিনন্দন বর্তমানের।

Advertisment

তাঁর হাতের তৈরি চা মানুষকে একসঙ্গে আনতে পারে, এমনকি শত্রুকে বন্ধুতে পরিণত করতে পারে, ব্যানারে এমনটাই বার্তা দিতে চেয়েছেন ওই পাকিস্তানি চাওয়ালা। উর্দুতে লেখা এই ব্যানার সোশাল মিডিয়া ময়দানে আসা মাত্রই, তামাম নেটিজেনদের নজর কেড়েছে। ভাইরাল হয়েছে চা-ওয়ালার দোকানের ছবিও। সকলেই চা-'মার্কেটিং' পদ্ধতির প্রশংসা করেছেন।

উল্লেখ্য, অভিনন্দন বর্তমানকে বন্দি করেছিল পাক সেনা। ওইদিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান। আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার দুটি মিগ-২১ বিমান। একটি মিগ-২১ বিমানকে তাদের দেশে গুলি করে নামায় পাকিস্তান। এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাঁদের হেফাজতে নেওয়া হয়েছে। অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি। "কোনওরকম দর কষাকষি নয়, অবিলম্বে অক্ষত অবস্থায় অভিনন্দনকে ফেরানো হোক,” এই দাবিই পাকিস্তানের কাছে করে ভারত। অবশেষে ১ মার্চ দেশে ফেরেন অভিনন্দন

Read the full story in English

pakistan Pulwama Attack
Advertisment