আজকের তারিখ দুর্লভ, কেন জানেন?

ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ডের অধ্যাপক আজিজ ইনান দ্য ওয়াশিংটন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে বলেছেন যে এই শতাব্দীতে মাত্র ১২ টি আট-অঙ্কের প্যালিনড্রোম রয়েছে।

ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ডের অধ্যাপক আজিজ ইনান দ্য ওয়াশিংটন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে বলেছেন যে এই শতাব্দীতে মাত্র ১২ টি আট-অঙ্কের প্যালিনড্রোম রয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়াশিংটন পোস্ট অনুসারে, আজকের তারিখ একেবারে আলাদা। ২রা ফেব্রুয়ারী, অর্থাৎ মাস / দিন/ বছর
হিসেবে লিখলে দাড়াচ্ছে ০২/০২/২০২০, অথবা দিন/মাস/বছর লিখলেও তারিখটি হবে ০২/০২/২০২০।

Advertisment

প্যালিনড্রোম এমন কোনও সংখ্যা বা বিভাগকে বোঝায় যা একই ধরণের পিছন থেকে পড়া হোক বা সামনে থেকে একই সংখ্যা গঠন করবে। পিছনে পড়তে পড়তে পড়বে। আগে আট-অঙ্কের প্যালিনড্রোমটি ছিল ১১/১১/১১১১। ৯০৯ বছর আগে এইরকম তারিখ এসেছিল। পরবর্তী প্যালিনড্রোম তারিখটি হবে ১২/১২/২১২১, অর্থাৎ ১০১ বছর পর।

Advertisment

ইউনিভার্সিটি অব পোর্টল্যান্ডের অধ্যাপক আজিজ ইনান দ্য ওয়াশিংটন সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে বলেছেন যে এই শতাব্দীতে মাত্র ১২ টি আট-অঙ্কের প্যালিনড্রোম রয়েছে।

viral viral news