scorecardresearch

মানুষের উপদ্রব নেই, ১০ বছর পর নির্জনে যৌন সঙ্গমে লিপ্ত হল পান্ডা দম্পতি

জানুয়ারি মাসের আগে পর্যন্ত ওই চিড়িয়াখানায় আনাগোনা ছিল মানুষের। পার্ক বন্ধ হওয়ার পর ওই পান্ডারা নিজেদের সময় দিতে পেরেছে।

মানুষের উপদ্রব নেই, ১০ বছর পর নির্জনে যৌন সঙ্গমে লিপ্ত হল পান্ডা দম্পতি

মধ্যবয়স্ক পান্ডা দম্পতি বহু বছর পরে প্রাকৃতিক নিয়মে যৌন সঙ্গমে লিপ্ত হয়ে খবরের শিরোনাম কেড়েছে। মনে করা হচ্ছে, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ রোধ করতে যে লকডাউন জারি করা হয়েছে তার ফলে ওরা নির্জনে একসঙ্গে বসবাস করতে পারছে।

জায়েন্ট পান্ডা ইঙ্গ ইঙ্গ পুরুষ পান্ডা লে লে’র সঙ্গে ২০০৭ সাল থেকে হংকং এর ওসিয়ান পার্কে একটি ঘেরা জায়গায় বসবাস করছে। কিন্তু এতদিন তারা সঙ্গমে লিপ্ত হয়নি। সংরক্ষণকারীরা কৃত্রিমভাবে গর্ভবতী করার চেষ্টা করেছে। দ্য গার্জিয়ান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে, বারবার গর্ভপাত হওয়ার ফলে এই পদ্ধতি সফল হয়নি।

জানুয়ারি মাসের আগে পর্যন্ত ওই চিড়িয়াখানায় আনাগোনা ছিল মানুষের। পার্ক বন্ধ হওয়ার পর ওই পান্ডারা নিজেদের সময় দিতে পেরেছে।

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Pandas in hong kong zoo make global headlines after mating naturally for first time in 10 years