/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/12/cats-146.jpg)
বিয়ের স্টাইল ও পরিবেশ এখন আগের থেকে অনেকটাই বদলে গেছে। প্রি-ওয়েডিং শ্যুট থেকে শুরু করে মণ্ডপে কনের প্রবেশ, সবকিছুই আধুনিক হয়ে উঠেছে, এখন প্রতিটি স্টাইলই হয়ে উঠেছে ‘অনন্য’, নজরকাড়া। সকলের থেকে আলাদা কিছু করার মাধ্যমে রাতারাতি ভাইরাল হয়ে ওঠার নেশায় মানুষজন এমন কিছু কাজ করছেন যা এককথায় সকলকেই অবাক করে। বিয়ের মজার এবং ভাইরাল ভিডিওতে কোথাও বর-কনেকে ‘বাস্কেটবল’ খেলতে দেখা যায়, আবার কোথাও কনে ‘অটোতে’ চড়ে বরের সঙ্গে দেখা করতে সটান রাস্তায় বেরিয়ে পড়েন। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে সব সীমা অতিক্রম করলেন বর।
বিয়ের একটি ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। যেখানে বিয়ের আচার চলাকালীন মধ্যে বর মণ্ডপে বসে ‘ক্রিকেট’ খেলতে শুরু করেছেন। ক্রিকেটের প্রতি বরের ‘উন্মাদনা’ দেখে মানুষজন একেবারে অবাক। তার মজাদার স্টাইলটি এখন রীতিমত ভাইরাল। ভিডিওটি ১ দিনে ৩০ হাজারের বেশি ভিউ পেয়েছে।
ভাইরাল ভিডিওটি একটি বিয়ের অনুষ্ঠানের। যেখানে পণ্ডিতরা মণ্ডপে মন্ত্র পাঠ করছেন। আর বর-কনে সামনে বসে আছেন। আচার-অনুষ্ঠানের মাঝে অতিথিরাও সেখানে উপস্থিত। হঠাৎ করেই বর এমনই ‘ক্রিকেটপ্রেমী’ হয়ে উঠলেন যে মণ্ডপে বসে ক্রিকেট খেলতে শুরু করলেন।
আসলে বিয়ের সময় বরের বন্ধুরা সামনে দাঁড়িয়ে ছিল, তারা গাঁদা ফুলটি বরের দিকে বলের মতো ছুড়ে দেয়, তাই বরও এই সুযোগ হাতছাড়া করেননি। বরং হাতে থাকা ট্যাবলেট নিয়ে একেবারে সৌরভের স্টাইলে ঝোড়ো ব্যাটিং শুরু করেন তিনি। মন্ডপে বসে বরের এই ‘অসাধারন শট’ মানুষকে অবাক করেছে এবং মানুষজনও এই ভিডিওটি পছন্দ করেছেন।
বরের এই ‘অন দ্য স্পট শট’ মানুষের মন জয় করেছে। মঞ্চে বসে থাকাকালীন, তিনি আশ্চর্যজনক ব্যাটিং করে ফুলটিকে বাউন্ডারির ওপারে পাঠালেন। দর্শকরাও বরের ক্রিকেটপ্রেম দেখে অবাক হয়েছেন এবং ভিডিওটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘বর যখন ক্রিকেট প্রেমী’। মানুষ জন এই বিয়ের ভিডিওটি এতটাই পছন্দ করছে যে এটি ১ দিনে ৩০ হাজারের এর বেশি লাইক পেয়েছে।