New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/02/cats_c9f9e8.jpg)
সিঙ্গেলদের জন্য দারুণ এক অফার নিয়ে হাজির এক ব্যক্তি।
সিঙ্গেলদের জন্য দারুণ এক অফার নিয়ে হাজির এক ব্যক্তি।
ফেব্রুয়ারি মাস মানেই প্রেমের মাস। প্রেম দিবসের জন্য প্রেমিক যুগলরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। প্রেমের বিশেষ সেই দিনটিকে আরও স্পেশ্যাল করে তুলতে কোনরকমের খামতি রাখেন না প্রেমিক যুগলরা। আর যারা সিঙ্গেল তারা এই সময়ে কী করবেন তা ভেবে না পেয়ে সোশ্যাল মিডিয়ায় নানান মন ভারাক্রান্ত পোস্ট করে থাকেন।
এবার সিঙ্গেলদের মন খারাপের দিন শেষ। সিঙ্গেলদের জন্য দারুণ এক অফার নিয়ে হাজির এক ব্যক্তি। যার একটি ভিডিওও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি এক ফুচকা বিক্রেতার।
ভিডিওতে তিনি বলেছেন, 'এই ভালোবাসা দিবসে যারা সিঙ্গেল তারা পাবেন একেবারে বিনামূল্যে জিভে জল আনা ফুচকা। এমনই এক ভ্যালেন্টাইনস'ডে বিশেষ অফার নিয়ে এসেছেন তিনি যা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে ভিডিওটি। খবর লেখা পর্যন্ত ভিডিওটিতে লাইক করেছেন ৪০ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন- আপনি খুব ভাল কাজ করছেন, ঈশ্বর আপনার মঙ্গল করুক। অপর এক ইউজার লিখেছেন, সিঙ্গেলদের কথা ভাবার জন্য আপনাকে ধন্যবাদ।