New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/cats_add564.jpg)
ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়।
এক দম্পতিকে ট্রাফিক নিয়ম লঙ্ঘন না মেনে সন্তানকে ফুটরেস্টে দাঁড় করিয়ে স্কুটিতে ভ্রমণ করতে দেখা যায়।
ভিডিও ভাইরাল হতেই নিন্দার ঝড়।
সন্তানকে স্কুটির ফুটরেস্টে দাঁড় করিয়ে স্কুটিতে ভ্রমণ করছেন বাবা-মা। এমনই এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় শোরগোল ফেলেছে।
রাস্তায় স্কুটি বা বাইক চালানোর সময় সবাইকে সতর্ক থাকতে হয়। যাবতীয় ট্রাফিক নিয়ম মেনে চলতে হয়। কারণ এই সমস্ত নিয়ম কানুন সাধারণের নিরাপত্তার জন্য আনা হয়েছে। আমরা যদি এই নিয়মগুলি অনুসরণ না করি তবে এটি আমাদের নিজের জীবনের পাশাপাশি অন্যের জীবনকেও বিপদের মুখে ঠেলে দিই!
একই রকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যাতে এক দম্পতিকে ট্রাফিক নিয়ম লঙ্ঘন না মেনে সন্তানকে ফুটরেস্টে দাঁড় করিয়ে স্কুটিতে ভ্রমণ করতে দেখা যায়। ভিডিও দেখে আপনি সম্পূর্ণ অবাক হয়ে যাবেন। ফুটরেস্ট ভেঙ্গে গেলে শিশুর যে কোনও মুহূর্তে দুর্ঘটনার মুখোমুখি হতে পারে।
कोई पैरेंट्स अपने बच्चे के साथ ऐसा कैसे कर सकता है ?
बेहद शर्मनाक वीडियो 🤬 pic.twitter.com/qmCswSOjqZ— ज़िन्दगी गुलज़ार है ! (@Gulzar_sahab) April 16, 2024
এই ভিডিওটি @Gulzar_sahab নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা আছে, 'কীভাবে কোন বাবা-মা তাদের সন্তানের সাথে এটা করতে পারেন? খুবই লজ্জাজনক ভিডিও। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ লাখ ৮৫ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন- অসতর্কতার একটা সীমা থাকে। আরেকজন ব্যবহারকারী লিখেছেন – সত্যি মানুষ পাগল হয়ে যাচ্ছে, তারা রিলের জন্য শিশুর জীবনের কথা চিন্তা করছেন না।