New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/feature-lamb.jpg)
করোনা পরিস্থিতি। চলছে লকডাউন। জরুরি দরকার ছাড়া বাড়ির বাইরে পা রাখা যাবে না। পার্ক, রাস্তাঘাট খাঁ খাঁ করছে। কাজেই কমেছে দূষণের মাত্রা। তাই রাস্তা ঘাটে দেখা যাচ্ছে, শিয়াল, হরিণ, ভেড়া, হাঁস , হনুমান সহ বন্য জীবজন্তুদের। একইসঙ্গে নীল রঙ ফিরে পেয়েছে যমুনা গঙ্গা। প্রকৃতি যেন দূষণের চাদর সরিয়ে নিঃশ্বাস নিচ্ছে।
এমনই সময় ফাঁকা পার্কে দেখা গেল একদল ভেড়াকে। যারা নিশ্চিন্তে দোলনা চড়ছে তারা। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়, যেখানে দেখা যাচ্ছে খোস মেজাজে তাড়া খাওয়ার ভয় না পেয়ে দিব্যি খেলছে তারা। যা মন কেড়েছে নেট নাগরিকদের। নিমেষে ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ব্রিটেনের প্রিস্টনের বাসিন্দা ডেবি এলিস এই ভিডিওটি শেয়ার করেছেনল তাঁর ফেসবুক অ্যাকাউন্টে।
দেখুন ভাইরাল ভিডিও...