/indian-express-bangla/media/media_files/2024/12/15/hjJOUt8HzFtFoIPDREP5.jpg)
সাবলীল ইংরাজি বলে সকলকে চমকে দিল তোতা পাখি
Parrot Viral Video: সাবলীল ইংরাজি বলে সকলকে চমকে দিল তোতা পাখি! সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হল এই ভিডিও।
সোশ্যাল মিডিয়া মানেই চমকের ছড়াছড়ি। প্রতিদিন হাজারো ভিডিও-র মাঝে এমন কিছু ভিডিও সামনে আসে যেগুলি থেকে মানুষ চোখ ফেরাতে পারেন না। সেই ভিডিওগুলি রকেট গতিতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমনই এক ভিডিও সম্প্রতি নেটদুনিয়ায় আলোড়ণ ফেলেছে।
ভিডিওতে তোতাপাখিকে তার মালিকের সঙ্গে সাবলীল ইংরেজিতে কথা বলতে দেখে মানুষ রীতিমত অবাক। ভিডিওটি লাখো মানুষের মুখে হাসি ফুটিয়েছে। ভিডিওটি মন ছুঁয়ে গিয়েছে হাজার হাজার মানুষের। তোতার আশ্চর্যজনক অভিনয় শৈলী ও সাবলীল ইংরেজি বলার প্রশংসা করেছে সকলেই।
ভিডিওটিতে মন্তব্য করে এক ব্যবহারকারী লিখেছেন- অভিনয়ের জন্য তোতাকে অস্কার দেওয়া উচিত। আরেকজন লিখেছেন- এই তোতাপাখির অভিনয়কে স্যালুট। ভিডিওটি @cosmothefunnyparrot নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। খবরটি লেখা পর্যন্ত প্রায় তিন লাখ মানুষ এটি দেখেছেন এবং লাইক করেছেন ২৮ হাজার মানুষ।