পিয়ানো বাজাচ্ছে তোতা! ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল নেটপাড়া। অনেকেই আছেন যারা পশু-পাখি পোষা পছন্দ করেন। নেহাত তারা পোষ্য নয়, বাড়ির সদস্যদের কাছে তারা একেবারেই “পোষা শিশু”! পরিবারের অবিচ্ছেদ্য অংশ। পোষ্যদের নানান মজার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পোষ্যদের নানান মজার মজার কাজ হামেশাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। পোষ্যদের আদুরে নানান আচরণ সকলকেই মুগ্ধ করে। কখনও কখনও, পোষ্যদের ‘ব্যতিক্রমী দক্ষতা’ আমাদের বিস্মিত করে।
সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওতে, একটি তোতাকে তার ঠোঁট দিয়ে খেলনা পিয়ানো বাজাতে দেখা যায়। পিয়ানো মুখে তোতাপাখিটি সেই মুহূর্তকে শুধু উপভোগই করছে না, তার মিষ্টি সুরও মন কেড়েছে সকলের। ভিডিওটি টুইটারে @cctv_idiots আইডি থেকে শেয়ার করা হয়েছে। শেয়ার হতেই মুহূর্তেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। পোস্টটি ভাইরাল হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ৮৪ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। কয়েক হাজার লাইক ও মন্তব্যে ভরে উঠেছে এই ভিডিও।