Vande Bharat Express Food Viral Video: এমনিতেই দূরপাল্লার ট্রেনে অস্বাস্থ্যকর খাবার পরিবেশনের জন্য বার বার কাঠগড়ায় তোলা হয়েছে ভারতীয় রেলকে। বাদ যাচ্ছে না সেমি-হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসও। এর আগেও বন্দে ভারতের খাবার নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার এই সুপারফাস্ট ট্রেনে খাবারে পাওয়া গেল পোকা। খাবারে পোকার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ফের একবার যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্নের মুখে রেল।
ঘটনাটি দক্ষিণ ভারতের তিরুনেলভেলি থেকে চেন্নাই রুটের বন্দে ভারতে হয়েছে। ঘটনার ভিডিও যাত্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তার পর থেকেই দাবানলেন মতো ছড়াচ্ছে সেই ভিডিও। তবে রেলও দ্রুত ব্যবস্থা নিয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, একজন যাত্রীকে খাবার দেওয়া হয়েছে। সেই খাবার ছিল সাম্ভর। কিন্তু সাম্ভরের উপর ভাসছিল একটি কালো রঙের কিছু। হাত দিয়ে সেটা তুলে দেখে বোঝা যায়, সেটি পোকা। বন্দে ভারতের মতো বিলাসবহুল ট্রেনে নিম্নমানের খাবার পরিবেশন ঘিরে যাত্রী পরিষেবা নিয়ে প্রশ্ন উঠেছে। কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুর ভিডিওটি নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করে বন্দে ভারতে খাবারের মান নিয়ে প্রশ্ন তোলেন। বিষয়টি নিয়ে তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণোকে উল্লেখ করে রেল কী পদক্ষেপ করছে তা জানতে চেয়েছেন।
Dear @AshwiniVaishnaw ji ,live insects 🦟 were found in the food served on the Tirunelveli-Chennai #VandeBharatExpress
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) November 16, 2024
Passengers have raised concerns over hygiene and IRCTC’s accountability.
What steps are being taken to address this and ensure food safety on premium trains? pic.twitter.com/auR2bqtmip
এই ঘটনায় রেলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। তারা জানিয়েছে, বিষয়টির তদন্ত চলছে। ডিন্ডিহুল স্টেশনের এক জনস্বাস্থ্য আধিকারিক খাবারের প্যাকেজিং খতিয়ে দেখেন। রেলের দাবি, পোকা সাম্ভরের মধ্যে ছিল না। ডালটি যে অ্যালুমিনিয়ামের পাত্রের মধ্যে ছিল তার ঢাকনায় পোকা ছিল। এই ঘটনায় রেলের তরফে সেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রেল জরিমানা এবং পদক্ষেপের বিষয়টি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে।
Clarification Regarding Complaint of Insect Found in Sambar pic.twitter.com/BL5AWRC0pS
— Southern Railway (@GMSRailway) November 17, 2024
রেল আরও জানিয়েছে, খাবারের গুণগত মান পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। সেই খাবার থেকে বিষক্রিয়া হয়েছে কি না সেটি খতিয়ে দেখার জন্য পদক্ষেপ বলে জানা গিয়েছে।
উল্লেখ্য, এর আগেও বন্দে ভারতে খাবার পোকা পাওয়া গিয়েছিল। ভোপাল-দিল্লি রুটের বন্দে ভারতে খাবারে আরশোলা পাওয়া গিয়েছিল। সেই যাত্রীর কাছে আইআরসিটিসি-র তরফে ক্ষমা চাওয়া হয়।