scorecardresearch

চলন্ত অটোতে দুর্দান্ত স্কেচ! উপহারে আপ্লূত চালক, video viral

মনোরম হাসি হৃদয় ছুঁয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের।

Passenger sketched driver while riding, woman made a wonderful sketch of the auto owner, driver smiled after seeing his own sketch in hands of passenger, female passenger thanked driver in a special way, People liked sketch of auto driver, Woman passenger made a wonderful sketch in a moving auto, AJAB GAJAB NEWS, KHABRE JARA HATKE, VIRAL NEWS, OMG, WEIRD NEWS

চলন্ত অটোতে চালকের স্কেচ! কাগজে খোদাই করা ছবি দেখে মুখে তৃপ্তির হাসি অটোচালকের। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট artcartbydiksha-এ শেয়ার করা একটি ভিডিওতে, এক মহিলা যাত্রীকে অটোতে চড়ে ভ্রমণের সঙ্গে চালকের সঙ্গে কথা বলতে বলতে তিনি চালকের একটি দুর্দান্ত স্কেচ তৈরি করেছেন। মহিলাটি সেই স্কেচটি ড্রাইভারকে দেখানোর সঙ্গে সঙ্গে তার মুখের হাসি সকলের মন জয় করে নিল। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দাবানলের মত ভাইরাল হয়েছে। লাইক করেছেন ২ লাখের বেশি সোশ্যাল মিডিয়া ইউজার।

মানুষ তাদের প্রতিটি অভিজ্ঞতা, সুখ-দুঃখ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। এমন অনেক ভিডিওও দেখা যায় যা ভাইরাল হতেই মানুষের হৃদয় ছুঁয়ে যায়। এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট artcartbydiksha-এ শেয়ার করা একটি ভিডিওতে, একজন যাত্রী অটোতে চড়ে যাওয়ার সময় একটি আশ্চর্যজনক স্কেচ তৈরি করে অটো চালককে অবাক করে দিয়েছেন। সেই স্কেচটি ড্রাইভারকে দেখানোর সঙ্গে সঙ্গে তার মুখে যে সুন্দর হাসি ফুটেছিল তা সকলের মন জয় করে নিয়েছে। ভিডিওটিতে লাইক পড়েছে ২ লাখের বেশি।

ভাইরাল ভিডিওতে এক চালককে অটো চালাতে দেখা যাবে। ভিডিওটি নিজেই ক্যামেরায় রেকর্ড করেছেন অটোয় বসা এক মহিলা যাত্রী। যিনি পেশায় একজন শিল্পীও। সেই সময় মহিলা হলুদ কাগজে চালকের একটি স্কেচ তৈরি করে সকলকে তাক লাগিয়ে দেন। তিনি ড্রাইভারের জন্য এই সুন্দর উপহারটি প্রস্তুত করে তাকে দিতে ভোলেননি। এমন উপহার যাত্রীর কাছ থেকে পেয়ে আপ্লূত অটো চালক। তার মনোরম হাসি হৃদয় ছুঁয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষের।  

একজন অটো চালককে দেওয়া এই উপহারটি ছিল চমৎকার। এক ব্যবহারকারী লিখেছেন- ‘অটো চালকের মুখ গম্ভীর ছিল। কিন্তু এত সুন্দর উপহার পেয়ে অবশেষে হাসি ফুটল তার মুখে’।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Passenger made sketch of driver in moving auto