Advertisment

প্রবল বচসা থেকে উড়ন্ত বিমানেই হাতাহাতি, পরপর কিল, চড়, ঘুসি, লাথি! দেখুন ভিডিও

মিডিয়া রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, এই ভাইরাল ভিডিওটি ব্যাংকক থেকে ভারতে উড়ে আসা একটি বিমানের।

author-image
IE Bangla Web Desk
New Update
Fighting On Plane Video, Passengers Fighting On Plane viral video, Passengers Fighting On Plane viral news, Passengers Fighting video, Passengers Fighting latest viral video

ট্রেনে-বাসে বসার সিট অথবা দাঁড়ানো নিয়ে আমেশাই যাত্রীদের মধ্যে মারামারি এবং ঝগড়ার ঘটনা ঘটে থাকে। কিন্তু তা বলে মাঝ আকাশে বিমানে যাত্রীদের মধ্যে হাতাহাতির ঘটনা বিরল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও সকলের দৃষ্টি কেড়েছে। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে মাঝ আকাশে উড়ন্ত বিমানেই দুই যাত্রীর বচসা।

Advertisment

এই ভিডিওটি ফ্লাইটে থাকা অন্য একজন যাত্রী তার ফোনে রেকর্ড করেন, এরপর ভিডিওটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। আসলে, মিডিয়া রিপোর্ট থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, এই ভাইরাল ভিডিওটি ব্যাংকক থেকে ভারতে উড়ে আসা একটি বিমানের। যেখানে কোন বিষয় নিয়ে যাত্রীদের মধ্যে হট্টগোল হয় এবং বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়।  

ভাইরাল হওয়া ভিডিওতে কয়েকজন বিমান কর্মীকেও পরিস্থিতি সামাল দিতে দেখা যায়। মহিলা কর্মীকে যাত্রীদের শান্ত হতে অনুরোধ করেন। সেই অনুরোধকে বুড়ো আঙুল দেখিয়ে তারা একে অপরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। যা পরে রীতিমত হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। ৫১ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ১৪ লাখের বেশি মানুষ দেখেছেন।

মাঝ আকাশে কয়েক হাজার ফুট উঁচুতে উড়তে থাকা একটি ফ্লাইটের ভিতর দুই যাত্রীর হাতাহাতির ভিডিও ক্রমশ ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। এমন ঘটনা দেখে সকলেই স্তম্ভিত। সর্বশেষ ঘটনার ভিডিও দেখলে বোঝা যায়, এখন বিমানেও এই ধরণের অপরাধের ঘটনা ক্রমাগত বাড়ছে। ঘটনাটি মঙ্গলবারের।

ভাইরাল হওয়া ঘটনার ভিডিওতে, দুই ব্যক্তিকে একে অপরের সঙ্গে তর্ক করতে দেখা যায় যখন একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন। এক জন পুরুষ যাত্রী একে অপরের সঙ্গে বচসা-হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একজন যাত্রী অন্য যাত্রীকে "হ্যান্ডস ডাউন" বলতে শোনা যায়। তাকে বারবার চিৎকার করতে দেখা যায়, "হাত নামিয়ে দাও"। কিছুক্ষণের মধ্যেই দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং বিষয়টি হাতাহাতির পর্যায়ে পৌঁছায়।

flight Viral Video
Advertisment