scorecardresearch

হাতে ধরে ইনসাস-AK 47, ‘ভাইরাল ছবি’তে কে এই সুন্দরী মহিলা?

নতুন করে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর কারণে আবারও সোশ্যাল মিডিয়া শিরোনামে তিনি।

Bihar News, bihar viral news, viral news, Shweta Jha, former mayor candidate of Patna, former Mrs. India Shweta Jha, Shweta Jha,OMG News, amazing news, Video Viral, viral video news, Photo Viral, Viral Photo

কে এই ‘ভাইরাল মহিলা’? হাতে ধরে ইনসাস -AK 47 রাইফেল। ছবি দেখেই চোখ ছানাবড়া নেটজনতার। সোশ্যাল মিডিয়ায় রাতারাতি ভাইরাল হতে মানুষজন কত কী না করে থাকেন। অনেক সময় সোশ্যাল মিডিয়ায় খ্যাতি বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আজকাল সোশ্যাল মিডিয়ারত আলোচনায় উঠে এসেছে বিহারের একটি মেয়ে। তাকে হাতে একে 47 এবং ইনসাস রাইফেল ধরে থাকতে দেখা যায়। ইনস্টাগ্রামে শেয়ার করা এই ছবিটি বেশ ভাইরাল হচ্ছে, একই সঙ্গে অস্ত্র নিয়ে ভাইরাল হওয়া এই মহিলা রীতিমত আইনি ঝামেলায় পড়েছেন। ‘ভাইরাল মহিলা’কে হাতে একটি ইনসাস রাইফেল এবং একটি রাইফেল হাতে দেখা যাচ্ছে। প্রশ্ন উঠেছে অত্যধুনিক এই অস্ত্র তিনি পেলেনই বা কী করে?

বিহারের পাটনার মেয়র প্রার্থী হয়েছেন এই ‘ভাইরাল মহিলা’। ‘শ্বেতা ঝা’ এর আগে মিসেস ইন্ডিয়াও হয়েছেন। তাকে এখন তার ভাইরাল হওয়া ইনস্টাগ্রাম রিল নিয়ে বেশ আইনি ঝামালার মুখে পড়তে হয়েছে। গত বছর অনুষ্ঠিত মেয়র নির্বাচনে পাটনা থেকে দাঁড়ান শ্বেতা ঝা। যদিও সীতা সাহুর কাছে তিনি হেরে যান। নতুন করে ভাইরাল হওয়া ছবি ও ভিডিওর কারণে আবারও সোশ্যাল মিডিয়া শিরোনামে তিনি।

শ্বেতা ঝা-র স্বামী চন্দন ঝা দাবি করেছেন এবং তাঁর স্ত্রী গ্যাংস্টার হতে চান। শ্বেতার AK-47 এবং ইনসাস রাইফেল নিয়ে ভাইরাল হওয়া ছবিগুলিতে অস্ত্র হাতে পোজ দিতে দেখা যায় তাকে। কয়েকদিন আগে বিজেপির রাজ্য কার্যনির্বাহী কমিটির সদস্য শ্বেতা ঝা-র হাতে পিস্তল ধরার ভিডিও ভাইরাল হয়েছিল। এরপর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

১৪ ই মার্চ ফের ইনসাস এবং একে 47 রাইফেল হাতে ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এরপরই পুলিশের নজরে আসে বিষয়টি। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ছবিটা কখন তোলা বা শ্বেতার হাতে থাকা অস্ত্রটি আসল নাকি নকল? সবই খতিয়ে দেখছে পুলিশ।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: Patna viral news insas and ak 47 in hands