/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/patna-viral.jpg)
মাস চারেক আগে ঠিক যেমন ভাবে সোশাল মিডিয়া মারফত উসকো খুসকো চুলে ভাইরাল হয়েছিল রানুমন্ডল। ঠিক তেমন ভাবেই এবার ভাইরাল এক বৃদ্ধ। ইনি ভিখারি। আধ পেটা খেয়ে কী না খেয়েই দিন কাটছে তাঁর। পাকা দাড়ি, হাতে পায়ে ময়লা, নোংরা পোশাকে ভবঘুরে সানি বাবা। এটি তার নাম। ভাইরাল হওয়া ভিডিওতে নিজেই তার নাম বলেছেন। ওই ব্যাক্তি গড়গড়িয়ে ইংরেজিতে কথা বলতে পারেন। শুধু তাই নয় ইংরেজিতে সুন্দর গানও করতে পারে সে। যা সোশাল মিডিয়ায় রীতিমত ঝড় তুলেছে।
লকডাউনের মাঝেই তাঁর সঙ্গে কথা বলেন বেশ কিছু পথচারী। তিনি ইংরেজিতে বলেন, নতুন গান পারব না, পুরোনো গান করতে পারি। পছন্দের গায়ক জিম রিভসের গান।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই গানও।
দেখুন ভাইরাল ভিডিও...
This man, a beggar from Patna sings Jim Reeves "He'll have to go".
Priceless ❤️ pic.twitter.com/lJdoRjrxMa— Vandana (@VandanaJayrajan) April 20, 2020
He is still so happy. Gives us a smile and different perspective to life @hvgoenka@anandmahindrahttps://t.co/AlFfXh6Fch
— Abhijit Sengupta (@abhijitsgoap) April 23, 2020
Wow wonderful ???? https://t.co/GsdYY50n1V
— thefreakysam (@thefreakysam_) April 23, 2020