Advertisment

আপনার ম্যাজিকে অদৃশ্য হয়ে যাবেন আপনার ভাই-বোন!

কিকি চ্যালেঞ্জের পর এবার ইনভিজিবল চ্যালেঞ্জ। তবে যে কারও সঙ্গে নয়, একমাত্র ভাই বোনের সঙ্গেই খেলা যাবে এটি। আপনার হাতের কারসাজিতে হঠাৎই অদৃশ্য হয়ে যাবেন তিনি। বিশ্বাস হচ্ছে না?

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

কিকি চ্যালেঞ্জের পর এবার ইনভিজিবল চ্যালেঞ্জ। তবে যে কারও সঙ্গে নয়, একমাত্র ভাই বোনের সঙ্গেই খেলা যাবে এটি। আপনার হাতের কারসাজিতে হঠাৎই অদৃশ্য হয়ে যাবেন তিনি। বিশ্বাস হচ্ছে না? আসলে এটি একটা প্র্যাঙ্ক বা রসিকতা। ভাই বা বোনকে বসিয়ে চাপা দিয়ে দেওয়া হচ্ছে তাঁর গায়ে এবং চাপা খোলার পর সেখানে উপস্থিত লোকজন ভান করবেন যে তাঁরা আর দেখতে পাচ্ছেন না 'অদৃশ্য' ব্যক্তিকে। আসলে সবটাই মজা। তবে অনেকেই ভেবে ফেলছেন সত্যিই বুঝি দিদি বাবা বোনের হাতের জাদুতে অদৃশ্য হয়ে গিয়েছেন তাঁরা। আসলে বিষয়টা 'ফেক' নামেই বর্ণনা করা হয়েছে - অর্থাৎ এটি একটি 'ফেক' বা নকল ইনভিজিবল চ্যালেঞ্জ।

Advertisment

আরও পড়ুন: অপেক্ষায় অধৈর্য হয়ে সিগনাল পোস্টই ভেঙে ফেললেন ইনি, দেখুন ভিডিও

সম্প্রতি এই তামাশার হ্যাশট্যাগ ট্রেন্ড চলছে স্যোশাল সাইটে। দেখুন আপনিও। আপনার জন্য রইল কয়েকটি ভাইরাল ভিডিও।

viral
Advertisment