scorecardresearch

বাঘের সঙ্গে সেলফি! ভয়ঙ্কর ভিডিও হাড় কাঁপাবে

মাত্র ২৪ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ৭১ হাজারেরও বেশি বার দেখা হয়েছে।

Tiger, Tiger video, Tiger viral video, Tiger attack, Tiger attack video, shocking video, viral videos, trending videos, trending news hindi, Trending News in Hindi, Trending Latest News, Trending News photos, Trending News Videos, Breaking Trending News hindi, Latest Trending News in Hindi, Trending news

বাঘের সঙ্গে ছবি তোলার মরিয়া চেষ্টা! গর্জনেই তোলপাড়। ভিডিও ভাইরাল হতেই শোরগোল। বাঘকে দূর থেকেই দেখে মানুষজন সন্তুষ্ট থাকেন। বাঘের কাছে গিয়ে তার সঙ্গে ছবি তোলার ইচ্ছার পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমাদের সকলেরই জানা। তবে সোশ্যাল মিডিয়ায় এমনই এক হাড়হিম ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিও’র দৃশ্য দেখা দেখে যে কারও আত্মা কেঁপে উঠবে।

খাঁচায় বন্দি থাকলেও বাঘের কাছে যাওয়ার সাহস করা করে না সাধারণ মানুষ। সম্প্রতি বাঘের একটি ভিডিও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যেখানে বাঘের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করতে যায় ২ তরুণকে।

স্রেফ বাঘের গর্জন শুনেই সেখান থেকে পালিয়ে যেতে বাধ্য হন তারা। ভিডিওতে, দেখা যাচ্ছে একটি হিংস্র বাঘ লোহার শিকল বাঁধা অবস্থায় বয়েছে এবং সেখানে সেলফি তোলার জন্য ২ যুবকও হাজির। যারা বাঘের সঙ্গে ছবি তোলার চেষ্টায় মরিয়া। এমন সময় তৃতীয় একজন লাঠির গুঁতোয় বাঘটিকে বিরক্ত করছিল। তারপর বাঘটি বিরক্ত হয়ে এমনভাবে গর্জন করে উঠলো যে সেখানে হাজির দুজনেই প্রাণ ভয়ে সেখান থেকে ছুটে পালায়। ঈশ্বরকে ধন্যবাদ তারা প্রাণে বেঁচেছেন।

এই ভিডিওটি @HasnaZarooriHai নামের একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র ২৪ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত ৭১ হাজারেরও বেশি বার দেখা হয়েছে, পাশাপাশি শ’য়ে শ’য়ে মানুষ ভিডিওটি লাইক করেছেন এবং বিভিন্ন মজার প্রতিক্রিয়া দিয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: People clicked photos with a tiger in the zoo then what happened watch