New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/viral.jpg)
বিয়ে বাড়ির বাইরে বাজনা কাঁধে বৃদ্ধ।
পেটের তাগিদে ৯৫ বছরের বৃদ্ধের হাড়ভাঙা পরিশ্রম দেখে কান্নায় ভাসল নেটপাড়া। যে বয়সে মানুষের পক্ষে নড়াচড়াটাও রীতিমত কষ্টের, ঘরে বিশ্রাম নেওয়ার সময় সেই বয়সে এক বৃদ্ধ পেটের তাগিদে হাড়ভাঙা পরিশ্রম করে চলেছেন।
ভাইরাল হওয়া এই ভিডিও মানুষকে আবেগতাড়িত করেছে। ভিডিওটি এখন পর্যন্ত ২কোটি ৩০ লক্ষের বেশি বার দেখা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিয়ের অনুষ্ঠান চলাকালীন বৃদ্ধ বাজনা বাজাতে ব্যস্ত। ভিডিও দেখে চোখের জলে ভাসল নেটদুনিয়া। ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে mr_pandeyji_198 নামে একটি আইডি থেকে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা আছে, '৯৫ বছর বয়সী বৃদ্ধ এখনও কঠোর পরিশ্রম করেন'।
এখন পর্যন্ত এই ভিডিওটি ২.৩ কোটি বার দেখা হয়েছে, পাশাপাশি ৩৫ লাখ মানুষ ভিডিওটি পছন্দ করেছেন এবং বিভিন্ন মন্তব্যও করেছেন। আবেগপ্রবণ হয়ে এক মহিলা লিখেছেন, 'এনার পাশে দাঁড়াতে পারলে ভাল লাগত, অপর একজন ব্যবহারকারী লিখেছেন, 'বৃদ্ধকে দেখে চোখে জল এসে গেল'।