scorecardresearch

রানওয়েতে দাউদাউ করে জ্বলছে বিমান, প্রাণ বাঁচানোর মরিয়া লড়াই, ভিডিও দেখে শিউরে উঠবেন

ভাইরাল এই ভিডিওটি ৮২ হাজারের বেশি ভিউ হয়েছে।

viral video, trending Video, Accident video, flight video, plane video, plane fire, plane fire a video, plane emergency landing video, burning plane standing in runway, people running away from burning plane, shocking video, airplane news,

মূহূর্তের মধ্যেই দাউদাউ করে জ্বলে উঠলো বিমান, প্রাণ বাঁচাতে মরিয়া যাত্রীরা, হাড়হিম করা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই শিউরে উঠেছেন নেটিজেনরা।

সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিও ভাইরাল হয়, কিন্তু ‘হৃদয় বিদারক’ কিছু কিছু ভিডিও   মানুষজনের মন ছুঁয়ে যায়। এমনই একটি ভিডিও একটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছ, যা দেখে হুঁশ উড়ে গিয়েছে নেটিজেনদের। বিশালাকার বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। প্রাণ বাঁচাতে মানুষজন দৌড়াতে শুরু করেছেন।  

টুইটারে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে যে একটি বিমান রানওয়েতে দাঁড়িয়ে আছে এবং তাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বিমানের পেছনের অংশেই আগুনের সূত্রপাত।ভিডিওটি দেখে মনে হচ্ছে বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করা হয় বিমানটিকে এবং এর পর  বিমানটিতে আগুন ধরে যায়। ভিডিওতে দেখা যায়, বিমানের সামনে থেকে যাত্রীরা কীভাবে পালিয়ে প্রাণে বেঁচেছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের আপদকালীন দরজা খোলা থাকায় যাত্রীরা দ্রুত বিমান থেকে নেমে প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছেন। টুইটারে @ViciousVideos নামের একটি আইডি থেকে এই ভিডিওটি  শেয়ার করা হয়েছে। এই ঘটনাটি কোথায় ঘটেছে এবং এই ভিডিওটি কবে থেকে তা পোস্টে এই তথ্য উল্লেখ করা হয়নি। ভাইরাল এই ভিডিওটি ৮২ হাজারের বেশি ভিউ হয়েছে

Stay updated with the latest news headlines and all the latest Viral news download Indian Express Bengali App.

Web Title: People running away from burning plan