New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/cats-99.jpg)
আশ্চর্যের বিষয় হল যে ব্যক্তিটি সেই 'অনন্য বাইকে' স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে আছেন দারুণ ব্যালেন্সে।
আশ্চর্যের বিষয় হল যে ব্যক্তিটি সেই 'অনন্য বাইকে' স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে আছেন দারুণ ব্যালেন্সে।
আশ্চর্যের বিষয় হল যে ব্যক্তিটি সেই 'অনন্য বাইকে' স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে আছেন দারুণ ব্যালেন্সে।
মানুষ ক্রমাগত প্রযুক্তিগত দিক থেকে নিজেদের আপডেট করছে। আগে মহাকাশের যে বিষয় ছিল অলীক কল্পনা তা আজ ছুঁয়ে দেখেছে মানুষ। প্রযুক্তি আজ অনেক দেশকে ধনী ও শক্তিশালী করেছে। চিন ও জাপানের মতো দেশে এমন কিছু প্রযুক্তি দেখা যায় যা দেখে বাকি বিশ্ব স্তম্ভিত হতে বাধ্য। সায়েন্স ফিকশন ফিল্মে যে ধরনের উন্নত প্রযুক্তি দেখানো হয়, সে ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার করতে দেখা যায় এসব দেশে। এই ধরনের একটি উন্নত প্রযুক্তি আজকাল সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায়।
আসলে, সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যেখানে একজন ব্যক্তি একটি চাকার মতো একটি জিনিসের উপর এক ব্যক্তিকে দাঁড়িয়ে রাস্তায় সেটিকে ছুটিয়ে নিয়ে যেতে দেখা যায়। আশ্চর্যের বিষয় হল যে ব্যক্তিটি সেই 'অনন্য বাইকে' স্বাচ্ছন্দ্যে দাঁড়িয়ে আছেন দারুণ ব্যালেন্সে। মনে হয় সেই 'বাইকে' ভ্রমণ করাই যেন তার নিত্যদিনের রুটিন, সেজন্যই এত নিখুঁত হয়ে উঠেছে তার দক্ষতা। এই দৃশ্য ক্যামেরায় বন্দি করেছেন এক গাড়ি আরোহী।
এই মর্মান্তিক ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @MoreCrazyClips নামের আইডি দিয়ে শেয়ার করা হয়েছে এবং ক্যাপশনে লেখা আছে, 'এই ব্যক্তি 2045 সালে বসবাস করছেন'। তবে এই ভিডিওটি কোথাকার তা জানা যায় নি। মাত্র 24 সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত 12 মিলিয়ন বা 1.2 কোটির বেশি বার দেখা হয়েছে, যেখানে 73 হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইক করেছেন। একজন ব্যবহারকারী লিখেছে, 'এই ব্যক্তি সত্যিই ভবিষ্যতের প্রযুক্তি ব্যবহার করছেন'।
This dude is living in 2045 pic.twitter.com/CaQDNPlbpt
— More Crazy Clips (@MoreCrazyClips) January 11, 2024