রানু মণ্ডলের মেয়ের নাচ! চলন্ত ট্রেনে রিল বানিয়ে চরম ট্রোলের মুখে তরুণী

মেট্রোর পর এবার চলন্ত ট্রেনে রিলের নেশা।

মেট্রোর পর এবার চলন্ত ট্রেনে রিলের নেশা।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral News, Viral Video, Train Viral Video, Train, Dance Viral Video, Funny Video,

রানু মণ্ডলের মেয়ের নাচ! ট্রেনের বগিতে রিল বানিয়ে চরম ট্রোলের মুখে তরুণী

মেট্রোর পর এবার ট্রেনে রিলের নেশা। চলন্ত ট্রেনে নেচে ভয়ঙ্কর ট্রোলড হতে হল কিশোরীকে। নেটিজেনদের মন্তব্য- 'ইনি রানু মণ্ডলের মেয়ে'। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় একটি ট্রেনে নাচের ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে কিশোরীকে চলন্ত ট্রেনে বলিউডের গানে নাচতে দেখা যায়। ভিডিওটি দেখার পরে, মানুষজন তাকে প্রচণ্ড ট্রোল করেছে।

Advertisment

ট্রেন ও মেট্রো হয়ে উঠেছে রিল বানানোর আঁতুড়ঘর। সম্প্রতি ট্রেনে একটি নাচের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। মেয়েটিকে বলিউডের একটি গানে নিজের নাচের ভিডিও করতে দেখা যায়।

আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, ট্রেনের একটি বগিতে অনেক লোক বসে আছেন। এরই মধ্যে এক কিশোরী বলিউডের গানে নাচতে শুরু করে। তার নাচ দেখে সকলের চোখ স্থির। এই ভিডিওটির সঙ্গে সঙ্গে আরেকটি ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যাতে তাকে বাড়ির ভিতর ভোজপুরি গানে নাচতে দেখা যায়।

Advertisment

এই ভাইরাল ভিডিওটি @Devil_IN108 নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম X (আগের টুইটার) এ শেয়ার করা হয়েছে। ভিডিওটির সঙ্গে ক্যাপশনে লেখা আছে, রানু মন্ডলের মেয়েকে পাওয়া গেছে। তিনি রেলস্টেশনে গান গাইতেন এবং মেয়ে ট্রেনে নাচেন।

Viral Video