New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-88.jpg)
ঠাণ্ডা থেকে বাঁচতে নিজের স্লিপার ও সাইকেলের সিটে আগুন ধরিয়ে দিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে
ঠাণ্ডা থেকে বাঁচতে নিজের স্লিপার ও সাইকেলের সিটে আগুন ধরিয়ে দিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকেঠাণ্ডা থেকে বাঁচতে নিজের স্লিপার ও সাইকেলের সিটে আগুন ধরিয়ে দিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে।
ঠাণ্ডা থেকে বাঁচতে নিজের স্লিপার ও সাইকেলের সিটে আগুন ধরিয়ে দিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে
কলকাতা সহ জেলা পাশাপাশি একাধিক রাজ্যে ঠাণ্ডার আমেজ দেখা যাচ্ছে। ধীরে ধীরে ঠান্ডা বাড়তে শুরু করবে। ঠাণ্ডা থেকে বাঁচতে লোকজনকেও বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে দেখা যায়। কেউ সোয়েটার পরে আবার কেউ সঙ্গে গরম মাফলার, টুলি পরে ঠাণ্ডা আটকানোর চেষ্টা করছেন। ঠাণ্ডা থেকে বাঁচার হাজারো উপায়ের সঙ্গেই ভাইরাল হয়েছে এমন এক ভিডিও যা দেখে হুঁশ উড়ে যেতে বাধ্য। ঠাণ্ডা থেকে বাঁচতে নিজের স্লিপার ও সাইকেলের সিটে আগুন ধরিয়ে দিতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে। ভিডিওটি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে, একজন ব্যক্তিকে পা গরম রাখতে চপ্পলে গনগনে কাঠকয়লা ভর্তি করতে এবং একটি সাইকেলের সিটে আগুন ধরতে দেখা যায়। এর জন্য তিনি লোহার চপ্পল তৈরি করেছেন যার নিচে কাঠ কয়লা ভরার জন্য একটি জায়গাও তৈরি করা হয়েছে। একইভাবে সাইকেলের সিটও বানিয়েছেন তিনি। তার নীচে রয়েছে কাঠকয়লা ভরার জায়গা। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুব দ্রুত ভাইরাল হচ্ছে।
ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ৫৪ হাজারের বেশি মানুষ। ভিডিওটি দেখার পর এক ব্যবহারকারী লিখেছেন- ভারতে প্রতিভার অভাব নেই। অন্য একজন ব্যবহারকারী লিখেছেন – এমন জুতো তিনিও ব্যবহার করতে চান।