দানব কুমিরের পিঠে বসে দুই চোয়ালের মাঝে হাত রেখে ভয়ঙ্কর স্টান্ট, ব্যক্তির কাণ্ডে কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে নেটিজেনদের। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে জীবন বাজি রেখে নানান স্টান্ট দেখাতে দেখাতে তরুণ প্রজন্মকে। তবে আজকের ভাইরাল ভিডিও দেখে আঁতকে উঠবেন সকলেই।
ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তিকে অত্যন্ত ভয়ানক এক কুমিরের পিঠে বসে থাকতে। পিঠে বসে কুমিরের সঙ্গে কারসাজি করতে দেখা যায় ওই ব্যক্তিকে। হৃদস্পন্দন বাড়ানোর জন্য কুমিরের মুখের মধ্যে তার ডানহাতটি প্রবেশ করায়। তারপর যা হল তা ভিডিওতেই দেখুন।
ভিডিওটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে। @1secB4disaster নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিওটি টুইটারে শেয়ার করা হয়েছে। ব্যবহারকারীদের হার্টবিট বাড়িয়ে দেওয়া এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ১০ লাখের বেশি ভিউ পেয়েছে। একইসঙ্গে ভিডিও দেখে অবাক হওয়া ব্যবহারকারীদেরও তাদের প্রতিক্রিয়া জানাতে ভোলেননি।