New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/12/cats-214.jpg)
জলের গভীরে কুমিরকে ধাপ্পা, ভিডিও অবাক করবেই!
খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ লাখ ১৯ হাজার মানুষ।
জলের গভীরে কুমিরকে ধাপ্পা, ভিডিও অবাক করবেই!
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি আপনাকে অবাক করার জন্য যথেষ্ট। ভিডিওতে গভীর জলে এক ব্যক্তিকে একটি কুমিরের সঙ্গে মজা করতে দেখা যায়।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন যে এক ব্যক্তি জলের নিচে শুয়ে আছেন এবং তার ঠিক উপরে কুমিরটি রয়েছে। কুমিরের সঙ্গে মজা করতে ব্যক্তিটিকে তার মুখ থেকে বুদবুদ ছাড়তেও দেখা যাচ্ছে। ভিডিওটির শেষে আপনি দেখতে পাচ্ছেন ব্যক্তি তার হাত দিয়ে কুমিরটিকে আদর করছেন। ভিডিওটি দেখার পর মনে হচ্ছে এই কুমিরটিই তার পোষা।
এই ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটারে) @TheFigen_ নামের একটি পেজ থেকে শেয়ার করা হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা আছে, 'পুরুষদের কম বাঁচার আরেকটি কারণ।' খবর লেখা পর্যন্ত ভিডিওটি দেখেছেন ১ লাখ ১৯ হাজার মানুষ। ভিডিওটি দেখার পর একজন ব্যবহারকারী লিখেছেন- আমার মনে হয় এই কুমিরটি নিরামিষ। আরেক ব্যবহারকারী লিখেছেন- আমি এই ধরনের অ্যাডভেঞ্চার পছন্দ করি।
Another reason why men live less....😂pic.twitter.com/4DcpabWaNc
— Figen (@TheFigen_) December 22, 2023