হৃদরোগে আক্রান্ত হয়ে প্রভু ভর্তি হাসপাতালে, দিনরাত পাশে থেকে সেবা প্রিয় পোষ্যের এমন ভিডিও এবার ভাইরাল নেটদুনিয়ায়। যা দেখে আবেগে ভেসে গিয়েছেন সকলেই।
Advertisment
কুকুর মানুষের সবচেয়ে ভালো বন্ধু..! এই ভিডিওটি আবারও প্রমাণ করেছে সেকথা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখানো হয়েছে যে একটি কুকুর তার মানুষের সুখ-দুঃখের প্রকৃত সঙ্গী। হৃদয় ছুঁয়ে যাওয়া এই ক্লিপটি ইন্টারনেটে তোলপাড় সৃষ্টি করেছে। পোষ্য এবং মানুষের মধ্যে যে নিবিড় সম্পর্ক তাকেই তুলে ধরা হয়েছে এই ভিডিওতে।
ভিডিওতে দেখা মালিক ব্রায়ান বেনসন নামের এক ব্যক্তি বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন। এমন সময়ে, কঠিন পরিস্থিতিতে তার পোষা কুকুরটি কখনও তাকে ছেড়ে যায়নি। তিনি তার পোষ্যের সঙ্গে তার একটি হৃদয়স্পর্শী গল্প শেয়ার করেছেন, যে তার পোষ্য চিকিৎসা চলাকালীন সমযয়ে কখনই তার পাশ ছেড়ে কোথাও যায়নি। ৬ বছর বয়সী ল্যাব্রাডর রিট্রিভারকে হাসপাতালের বিছানার কাছে এবং তার পাশে সব সময় সেবা করতে দেখা যায়।
ভাইরাল ভিডিওতে, পোষ্যকে অসুস্থ মালিকের পাশে দেখা যাচ্ছে। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা অবস্থাতেও মালিককে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে পোষ্যকে। মালিককে এক মুহুর্তের জন্য হাসপাতালে একা রেখে কোথাও যায়নি আদরের পোষ্যটি।
এখন তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, তার চেয়ে তার পোষ্য অনেক বেশি খুশি। মানুষ এবং কুকুরের বন্ধুত্বের এই সুন্দর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। যা মানুষের মন জয় করেছে।