কাজ করেন ফার্মা কোম্পানিতে। রান্না তার বরাবরই প্রিয়। একদিকে যেমন তিনি রাঁধতে ভালবাসেন তেমনই ভালবাসেন নিজের রান্না মানুষজনকে খাওয়াতে। ইচ্ছা ছিল কিছু ভিন্ন। কিন্তু শেষ পর্যন্ত তিনি হয়ে ওঠেন এক ফার্মাসিস্ট। তা সত্ত্বেও নিজের ইচ্ছাকে দমিয়ে রাখেন নি এই তরুণী। দিনে কাজ করার পাশাপাশি রাতে পাস্তার দোকান খুলে সকলকে চমকে দিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় পাঞ্চালের একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যাতে তাকে সুস্বাদু পনির এবং অন্যান্য ধরণের পাস্তা রান্না করতে দেখা যায়।
Advertisment
ধ্রুবী পাঞ্চাল, স্রেফ রান্নার প্রতি তার ভালবাসাকে পূরণ করতে নিজেই একটি খাবারের স্টল খুলেছেন। তাঁর গল্প অনুপ্রাণিত করেছে লাখো মানুষকে। ইনস্টাগ্রাম ব্যবহারকারী যোগেশের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে ওই তরুণী তার খাবারের স্টলে দাঁড়িয়ে আছেন। তার কাছে রয়েছে রান্নার হরেক সরঞ্জাম।
পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, 'ওই তরুণী বি ফার্মা পড়েছেন এবং কাজ করেন একটি ফার্মা সংস্থায়'। তাঁর চাকরির পাশাপাশি, তিনি এমন একটি জায়গায় একটি ছোট ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলেন যেখানে প্রচুর লোকসমাগম হয়। তিনি তার মেনুতে রেখেছেন পাস্তার হরেক আইটেম।
অফিস থেকে বাড়ি ফেরার পর, তিনি সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নিজের ফুড স্টলে যান এবং রান্না করা খাবার মানুষজনকে পরিবেশন করে তৃপ্তি পান। পোস্টটি শেয়ার করা হতেই লাইক ও কমেন্টের বন্যা। সকলেই তরুণীর এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।