Advertisment

Viral: অধ্যাপনা ছেড়ে সবজি বিক্রি! কারণ জানলে চমকে উঠবেন

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে সামনে আসে এমন কিছু বিষয় যা মানুষজনকে ভাবতে বাধ্য করে।

author-image
IE Bangla Web Desk
New Update
punjab news, punjab news in hindi, phd sabji wala, amritsar news, doctor sabji wala"

পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ডক্টর সন্দীপ সিং। যিনি ২০১৭ সালে আইনে পিএইচডি সম্পুর্ণ করেন। সবজি বিক্রির আগে সন্দীপ পাটিয়ালার পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন।

চারটি বিষয়ে এমএ। পিএইচডিও সম্পন্ন করেছেন তিনি। চাকরি না পেয়ে পেটের তাগিদে সবজী বিক্রি করছেন পাঞ্জাবের অমৃতসর জেলার এক ব্যক্তি। সবজি বিক্রেতার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে।

Advertisment

সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যে সামনে আসে এমন কিছু বিষয় যা মানুষজনকে ভাবতে শেখায়। শিক্ষিত হয়ে রাস্তায় সবজি বিক্রি করছেন এক ব্যক্তি। তাঁর শিক্ষাগত ডিগ্রি থেকে অবাক সকলেই। তিনি চারটি বিষয়ে এম.এ সম্পুর্ণ করেছেন। সেড়ে ফেলেছেন পিএইচডিও। এরপরও চাকরি না পেয়ে পেটের তাগিদে তিনি সবজি বিক্রি করছেন। তিনি তাঁর কার্টের নাম রেখেছেন পিএইচডি সবজিওয়ালা।

পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা ডক্টর সন্দীপ সিং। যিনি ২০১৭ সালে আইনে পিএইচডি সম্পুর্ণ করেন। সবজি বিক্রির আগে সন্দীপ পাটিয়ালার পাঞ্জাবি বিশ্ববিদ্যালয়ে পড়াতেন। তিনি ১১ বছর এই বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম শিক্ষকতা করেছেন। কিন্তু তিনি যে বেতন পান সেই বেতন দিয়ে সংসার চালানো রীতিমত দায় হয়ে পড়েছিল। এরপর চাকরি ছেড়ে বাড়তি উপার্জনের লক্ষ্যে তিনি রাস্তায় সবজি বিক্রি করেন।

ডঃ সন্দীপ সিং বলেছেন যে আমি রাস্তায় সবজি বিক্রি শুরু করেছি কারণ সরকার চাকরি দিতে অপারক। সরকার ও প্রশাসন যখন কিছুই করে না, তখন আমাদের সামনে আর কী বিকল্প থাকতে পারে? আমি ১১ বছর ধরে পাতিয়ালার বিশ্ববিদ্যালয়ে আইন পড়িয়েছি। যা বেতন তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছিল। চাকরি পাওয়ার অর্থ হল আপনি যে বেতন পাবেন তা দিয়ে আপনি আপনার সংসার চালাতে পারবেন। কিন্তু যে চাকরি আপনার চাহিদা পূরণ করে না সেই চাকরি করে কী লাভ?

তিনি বলেন, চাকরি আপনার যোগ্যতা অনুযায়ী হওয়া উচিত। শিক্ষার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শিক্ষা আমাকে অনেক কিছু দিয়েছে। আমার কোন অভিযোগ নেই। পড়াশোনার সঙ্গে আপোস করা উচিত নয়। আমাদের পড়াশোনা ও সংগ্রাম দুটোই করতে হবে।

viral
Advertisment