দুঃখজনক ! ১০৪টি প্লাস্টিকের টুকরো খেয়ে মৃত্যু শিশু কচ্ছপের

উদ্ধারকারীরা প্রাণপন চেষ্টা করেছিল, তবুও শেষ রক্ষা হল না। অজান্তে দিনের পর দিন জলে ফেলা যাবতীয় প্লাস্টিক খেয়ে ফেলে কচ্ছপটি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

১০০ এর বেশি প্লাস্টিকের টুকরো খেয়ে ফেলায় বেঘরে প্রাণ গেল এক শিশু কচ্ছপের। উদ্ধারকারীরা প্রাণপন চেষ্টা করেছিল, তবুও শেষ রক্ষা হল না। অজান্তে দিনের পর দিন জলে ফেলা যাবতীয় প্লাস্টিক খেয়ে ফেলে কচ্ছপটি।

Advertisment

ফ্লোরিডা উপকূল অঞ্চলের ঘটনা। গামবো লিমবো নেচার সেন্টারের পক্ষ থেকে ওয়াশব্যাক করে কচ্ছপের পেট থেকে প্লাস্টিক বের করা হচ্ছিল। ফেসবুকে মৃত শিশু কচ্ছপের ছবি শেয়ার করে তারা বলেন, “দুর্ভাগ্যক্রমে, ওয়াশব্যাক করার পরও বাঁচানো সম্ভব হয়নি তাকে। ” সংস্থার পক্ষ থেকে ফেসবুক পোস্টের পাশাপাশি বার বার করে সমুদ্র প্লাস্টিক ফ্রি করার ঘোষণা করেছে এই সংস্থা।

publive-image

Advertisment

সোশাল মিডিয়ার দরবারে এই পোস্ট আসা মাত্রই অগত্যা ভাইরাল হয়ে পড়ে। অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। নেট নাগরিকরা সকলেই পোস্টটি শেয়ার করার মাধ্যমে প্লাস্টিক না ফেলার জন্য অনুরোধ করেছে।

Read the full story in English

viral