সংসদে পৌঁছে গাড়ি থেকে নেমেই দৌড় দিলেন রেলমন্ত্রী, কিন্তু কেন?

অনেক টুইটার ইউজার প্রশ্ন তুলেছেন,“রাজনীতিবিদদের গাড়ি থেকে নেমে এরকম করতে কোনও দিন দেখেছেন?"

অনেক টুইটার ইউজার প্রশ্ন তুলেছেন,“রাজনীতিবিদদের গাড়ি থেকে নেমে এরকম করতে কোনও দিন দেখেছেন?"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

শীতকালীন অধিবেশন শুরু হয়ে গিয়েছে, সঠিক সময়ে এসে পৌঁছতে পারেননি রেলমন্ত্রী পীযূষ গোয়েল। লোকসভায় গেটের সামনে গাড়ি থেকে নেমেই দৌড় দিলেন তিনি। বুধবারের সেই ছবি ভাইরাল হয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

Advertisment

কুর্তা- পায়জামা পরা রেলমন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব লোকসভায় পৌঁছতে চাইছিলেন। সোশাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়ার পর মানুষ কেন্দ্রীয় মন্ত্রীর এই কাজ দেখে আশ্চর্য হন পাশাপাশি তাঁর প্রশংসাও করেছেন।

publive-image

Advertisment

publive-image

অনেক টুইটার ইউজার প্রশ্ন তুলেছেন,“রাজনীতিবিদদের গাড়ি থেকে নেমে এরকম করতে কোনও দিন দেখেছেন? বৈঠকে অংশগ্রহণ করার জন্য দৌড়াদৌড়ি করতে দেখা যায়নি কোনো রাজনীতিবিদকে। অন্য একটি মন্তব্য করেছিলেন, " রেলমন্ত্রীর সময়জ্ঞান এবং কাজে নিয়োজিত মনের জন্য এটি যথাযথ ছবি।"

এদিন তরিঘড়ি লোকসভায় ঢুকে রেল মন্ত্রী বলেন, রেলমন্ত্রী বলেন, সামাজিক স্বার্থ আর বেতন কমিশন লাগু করতে গিয়ে একবছরে রেলের অপারেটিং রেশিও কমেছে ১৫ শতাংশ। সময় এসেছে, বাজেটে সামাজিক স্বার্থ আর বাণিজ্যিক স্বার্থকে আলাদা করার। তিনি আরও বলেন, “আমাদের এফডিআই-তে বিনিয়োগের পরিমাণ প্রচুর পরিমাণে বেড়েছে এবং আগের ৫ বছরের তুলনায় আমরা গত ৫ বছরে এফডিআই প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।"

viral