একমাস হতে চলল, রুশ আগ্রাসনের মুখে ক্ষতবিক্ষত ইউক্রেন। ইতিমধ্যেই গৃহহীন মানুষের সংখ্যা প্রায় ৬৫ লাখ ছাড়িয়েছে। যুদ্ধের কারণে দেশ ছেড়েছেন প্রায় ৩৫ লক্ষের বেশি মানুষ। চারিদিকে স্পষ্ট হত্যা-লীলার ছবি। বড় বড় বিল্ডিংগুলি ভেঙ্গে পড়েছে তাসের ঘরের মতই। যুদ্ধ, বোমা গুলি, সাইরেনের শব্দ এসবের মাঝে এমন অনেক ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যেগুলি চোখের কোনায় জল আনতে বাধ্য। তেমনই এক মর্মস্পর্শী ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যেখানে এক ব্যক্তিকে লভিভ রেলওয়ে স্টেশনের পিয়ানো বাজাতে দেখা গিয়েছে। তার সুর মুগ্ধ করেছে হাজারো হৃদয়কে। যুদ্ধের সাইরেন উপেক্ষা করে মানুষ যখন নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রাণপণ দৌড়চ্ছে সেই সময় তার সুরের জাদু থমকে দিয়েছে তাদের যাত্রাপথ। অবাক হয়ে হাজারো মানুষ তার সেই পিয়ানোর সুর উপভোগ করছেন।
Advertisment
নেটমাধ্যমে ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে যুদ্ধের কারণে অসহায় মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য পুলিশ সেনা বাহিনীর তরফে অনুরোধ জানান হচ্ছে। সেই অনুরোধে সাড়া না দিয়ে এই ব্যক্তি মনের সুরে পিয়ানোয় তার সুরের ঝড় তুলেছেন। চিত্রসাংবাদিক জন স্ট্যানমেয়ারের ক্যামেরায় ধরা মর্মান্তিক মুহূর্তটি। ইউক্রেনীয় পিয়ানোবাদক অ্যালেক্সকে বিমান হামলার সতর্কতার বিরুদ্ধে পিয়ানোর সুর মুগ্ধ করেছে সকলকে।
কেন এভাবে যুদ্ধের সাইরেন উপেক্ষা করে পিয়ানো বাজিয়ে চলেছেন? উত্তরে সপ্রতিভ কন্ঠে শিল্পীর জবাব, এই পিয়ানোর সুরের মাধ্যমে আমি তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। সঙ্গীত এমন এক সৃষ্টি যা মানুষের দুঃখ হতাশাকে ভুলিয়ে দিতে পারে মুহূর্তেই। সেই সঙ্গে তিনি তার ইন্সটাগ্রাম পোস্টে ক্যাপশনে লিখেছেন “আশা করি খুব শীঘ্রই আবারও দেখা হবে এই স্টেশনেই যখন আর কোন সাইরেনের অশনিসংকেত থাকবে না”।
তার এই সুরের ঝড়ে মুগ্ধ তামাম বিশ্ববাসী। সকলেই শিল্পীর এমন সুরের প্রশংসা করেছেন। মুহূর্তেই ভাইরাল হয়েছে এই ভিডিও তাতে ইতিমধ্যেই কয়েক লক্ষ ভিউ হয়েছে। অনেকেই কমেন্টে লিখেছেন ‘এ যেন যুদ্ধ জয়ের গান’!