Advertisment

মাছ নাকি গরিলা? নির্বিচারে ভাইরাল হচ্ছে ‘অদ্ভুত’ এই মাছের ছবি, চমকে উঠলো নেটপাড়া

এমনই একটি প্রাণীর ছবি ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Algerian Gorilla Fish,Fish,unique fish,Gorilla Fish,viral Fish,Fish viral video,CBSE board result 2023,Arijit Singh,UP Board Result 2023,JEE Main Session 2 Result,MS Dhoni,Dhoni,Salman Khan Kisi Ka Bhai Kisi Ki Jaan,Is the Algerian Gorilla Fish real,algerian gorilla fish real,algerian gorilla fish real or fake,algerian gorilla fish snopes,algeria gorilla fish fake,gorilla tag,Viral News,Viral News In Hindi,Trending News,Trending News In Hindi,Social Media Viral News,Instagram Viral New

মাছ নাকি গরিলা? নির্বিচারে ভাইরাল হচ্ছে ‘অদ্ভুত’ এই মাছের ছবি,

প্রকৃতির ভিতর লুকিয়ে রয়েছে রহস্য’র ভাণ্ডার। যখনই কিছু রহস্যের পর্দা ফাঁস হয় তা দেখে  তখন নিজের চোখকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়ে। রহস্যে ভরা এই পৃথিবীতে এমন অনেক প্রাণী রয়েছে, যেগুলি সম্পর্কে মানুষজন প্রায় জানেন না। সম্প্রতি, এমনই একটি প্রাণীর ছবি ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

Advertisment

ভাইরাল হওয়া এই প্রাণীটির ছবি দেখে ব্যবহারকারীদের মনে নানা প্রশ্ন উঠছে। কেউ যেমন ছবি দেখে চমকে উঠেছেন আবার কেউ ছবিটিকে এডিটেড বলেও উল্লেখ করেছেন। ইন্টারনেটে ভাইরাল হওয়া এই পোস্টে কতটা সত্যতা রয়েছে তা বলা মুশকিল সত্যিই মুশকিল, তবে ছবিটি একেবারে অবাক করার মতো।

ছবিতে যে মাছটিকে দেখা যাচ্ছে জানা গিয়েছে সেটির নাম ‘আলজেরিয়ান গরিলা’। যার মুখের আকৃতি হুবহু গরিলার মতই। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে therealtarzann নামে একটি অ্যাকাউন্টের মাধ্যমে এই ভিডিওটি শেয়ার করা হয়েছে, আর শেয়ার হতেই তা দাবানলের মত ছড়িয়ে পড়েছে। ছবিটি শেয়ার করে পোস্টে বলা হয়েছে, “এটি আলজেরিয়ান গরিলা মাছ”, এটি সাধারণত ৩ থেকে ৪ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। ৪৮ বছর পর্যন্ত বাঁচতে পারে এই মাছ।

মাত্র ৫ দিন আগে শেয়ার করা এই ছবিটিকে লাইক করেছেন ৩ লাখ ২৭ হাজার মানুষ। ভিডিওটি দেখেছেন এমন ব্যবহারকারীরা নানান প্রতিক্রিয়া দিচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, 'এই মাছটি দেখতে খুবই একেবারেই আজব।' অন্য একজন ব্যবহারকারী এটিকে এডিটেড ছবি বলেছেন।

viral
Advertisment