Advertisment

Trending News: অনন্য পায়রার অকল্পনীয় কেরামতি.....! অর্ডার মিলতেই নিমেষে উড়ে খাবার ডেলিভারি, ভিডিও চমকে দেবে

Trending News: একটা সময় ছিল যখন বার্তা বা চিঠি পাঠানোর মাধ্যম হিসাবে পায়রাকে কাজে লাগানো হত। কিন্তু সময় বদলেছে এবং আজ ইন্টারনেটের যুগে কয়েক মুহূর্তের মধ্যে বার্তা পৌঁছে যায় সাত সমুদ্র পার হয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে একটি পায়রার ভিডিও যা লাখ লাখ মানুষকে অবাক করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
viral pigeon video

অনন্য পায়রার অকল্পনীয় কেরামতি.....!

Trending News: পায়রা হয়ে গেল জোম্যাটো বয়! নিমেষেই ডেলিভারি করল অর্ডার। অবাক হলেন? তা তো হওয়ারই কথা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে একটি পায়রাকে মালিকের কথা মত মুদি দোকান থেকে চানাচুরের প্যাকেট আনতে দেখা গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই তা লাখ লাখ মানুষকে অবাক করেছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন এমন ভিডিও আগ কখনও দেখেন নি। 

Advertisment

একটা সময় ছিল যখন বার্তা বা চিঠি পাঠানোর মাধ্যম হিসাবে পায়রাকে কাজে লাগানো হত। কিন্তু সময় বদলেছে এবং আজ ইন্টারনেটের যুগে কয়েক মুহূর্তের মধ্যে বার্তা পৌঁছে যায় সাত সমুদ্র পার হয়ে। সম্প্রতি ইনস্টাগ্রামে ভাইরাল হচ্ছে একটি পায়রার ভিডিও যা লাখ লাখ মানুষকে অবাক করেছে। সুইগি এবং জোমাটোর যুগে কেউ ভাবেনি যে এভাবে খাবার ডেলিভারি করতে পারে একটি পায়রা। হ্যাঁ তেমনটাই বাস্তবে সম্ভব হয়েছে। অন্তত এই ভিডিওতে তেমনটাই দেখা যাচ্ছে। ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন।

কয়েক মিনিটেই পান প্যান নম্বর! e-PAN পাওয়া এখন আরও সহজ, কীভাবে? জানুন পদ্ধতি

ভিডিওতে দেখা যাচ্ছে যুবক একটি পায়রার সঙ্গে কথা বলছে। তিনি সেই পায়রাটিকে সামনেই মুদির দোকান থেকে এক প্যাকেট চানাচুর আনতে বলেন। পায়রার গলায় একটি প্লাস্টিকের প্যাকেট ঝুলিয়ে দেন। পায়রাটি মুহূর্তেই উড়ে গিয়ে দোকানে গিয়ে প্যাকেটে থাকা টাকা দিয়ে ছেলেটির জন্য চানাচুর নিয়ে আসে। ভিডিও দেখে মানুষ রীতিমত অবাক। একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, "এই পায়রা এখন সুইগি এবং জোমাটোর ডেলিভারি বয়দের চাকরির জন্য বিরাট বিপদ ডেকে আনবে।" অনন্য এই ভিডিওটি মানুষের মন জয় করেছে।

viral
Advertisment