New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/06/cats-228.jpg)
তারপর কী হল...!
রাস্তা দিয়ে ছুটে চলেছে দুরন্ত গতির বিমান। উল্টো দিক থেকে ছুটে আসছে যানবাহন। এমন দৃশ্য দেখে তো সকলেরই চোখ কপালে। সামান্য ভুলেও ঘটে যেতে পারত বড়সড় দুর্ঘটনা। আসলে বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় বিমানটিকে রাস্তায় জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট, সেই সময় রাস্তায় ছুটে চলেছে বহু যানবাহন, তারপর কী হল...!
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে কীভাবে বিমানটি রাস্তার দিকে বিদ্যুতগতিতে নেমে আসছে। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তা দিয়ে সেই সময় চলছে অজস্র যানবাহন। পাইলটের দক্ষতা ও বুদ্ধিমত্তায় বিমানটিকে তিনি সফলভাবে অবতরণ করেছিলেন।
সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও ভাইরাল হয়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি বিপজ্জনক ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যায় একটি বিমান রাস্তায় নামার জন্য প্রস্তুত হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে একটি বিমানকে জরুরি অবতরণ করাতে হচ্ছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল রাস্তার মাঝেই বিমানটিকে অবতরণের চেষ্টা করছেন পাইলট।
Pilot makes an emergency landing on a highway pic.twitter.com/AAsxdsHYK5
— Crazy Clips (@crazyclipsonly) June 25, 2023
গার্ডিয়ানের খবর অনুযায়ী, এই ভিডিওটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার। সেখানে এক কর্মাশিয়াল পাইলট তার দক্ষতায় সবাইকে অবাক করে বিমানটিকে সফলভাবে অবতরণ করেছেন।
ভিডিওটি দেখার পর সামাজিক যোগাযোগ মাধ্যমের অনেক ব্যবহারকারী তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করতে গিয়ে একজন ব্যবহারকারী লিখেছেন- এই ভিডিওটি দেখার পর আমি ভয় পেয়েছিলাম। এই ভিডিওতে মন্তব্য করতে গিয়ে আরেক ব্যবহারকারী লিখেছেন- খুবই ভয়ের ভিডিও।