New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/cats_521ef8.jpg)
ভিডিও দেখে ভয়ে বুক কেঁপে উঠবে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে একজন হেলিকপ্টারের পাইলটকে মাঝ আকাশেই অজ্ঞান হয়ে যেতে দেখা গিয়েছে এবং ভিতরে বসা দম্পতি ভয়ে চিৎকার জুড়ে দিয়েছেন। ভিডিও দেখে ভয়ে বুক কেঁপে উঠবে।
ভিডিও দেখে ভয়ে বুক কেঁপে উঠবে।
Viral video: বিমানের মাঝপথেই অজ্ঞান পাইলট, ভিডিও দেখে আত্মারাম খাঁচা ছাড়া হতে বাধ্য। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে একজন হেলিকপ্টারের পাইলটকে মাঝ আকাশেই অজ্ঞান হয়ে যেতে দেখা গিয়েছে এবং ভিতরে বসা দম্পতি ভয়ে চিৎকার জুড়ে দিয়েছেন। ভিডিও দেখে ভয়ে বুক কেঁপে উঠবে।
আসলে, এক দম্পতি হেলিকপ্টার বুক করে কোথাও যাচ্ছিলেন। এদিকে পাইলট কিছুটা মজা পেয়ে আকাশে উড়তে থাকা বিমানে অজ্ঞান হওয়ার ভান করেছেন। যা দেখে দম্পতি মাঝ আকাশে চিৎকার জুড়ে দেন। দম্পতি পাইলটকে জাগানোর চেষ্টা করছেন। পাইলট না ওঠায় মহিলা ভয়ে কান্নাকাটি শুরু করে দেন। যাইহোক, পরে পাইলট হঠাৎ জেগে ওঠেন এবং তাদের অবাক করে দেয়।
এই ভয়ঙ্কর প্র্যাঙ্ক ভিডিওটি @RestrictedVids নামের আইডি থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। মাত্র ২৯ সেকেন্ডের এই ভিডিওটি এখন পর্যন্ত 11 মিলিয়ন বা 1.1 কোটি বার দেখা হয়েছে, অন্যদিকে 49 হাজারেরও বেশি মানুষ ভিডিওটি লাইকও করেছেন।
আরও পড়ুন : < Viral Video: চোখ জুড়ানো শিল্পকর্ম, এমনটা আগে কখনও দেখেন নি, অবাক করবে এই আর্টওয়ার্ক, দেখুন ভিডিও! >
— Restricted Vids (@RestrictedVids) June 15, 2024