বিরিয়ানি খেতে কার না ভাল লাগে ! ৮ থেকে ৮০ বিরিয়ানির প্রতি ভালবাসা সবার। বিরিয়ানির নাম শুনলেই যেন জিভে চল চলে আসে। বিরিয়ানি মানে শুধু এক খাবারই নয় যেন এক আবেগ। এবার চমকে দেওয়ার মত বিরিয়ানি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেন এক মহিলা।
Advertisment
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবার বার্বি বিরিয়ানি। এক মহিলার চমকে দেওয়া কাণ্ড রাতারাতি ঘুম কেড়েছে নেটপাড়ার। গোলাপি বিরিয়ানির কথা কষ্মিনকালেও কেউ কল্পনা করেন নি। সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছে 'পিঙ্ক বিরিয়ানির' চমকে দেওয়ার ভিডিও।
সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন ভাইরাল হয় নানান মজার ভিডিও। কিছু ভিডিও মানুষের মন ছুঁয়ে যায়। বর্তমানে এমনই একটি ভিডিও ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বাইয়ের এক মহিলা বার্বি বিরিয়ানি বানিয়েছেন। এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
অনেককেই বিভিন্নভাবে নিত্য নতুন নানান খাবার নিয়ে হাজির হচ্ছেন সোশ্যাল মিডিয়ায়। কখনও ম্যাগি, কখনও চা, কখনও আবার ফুচকার রকমভেদ রেসিপি সোশ্যাল মিডিয়ায় সামনে আসে। এবার ভাইরাল বার্বি বিরিয়ানি। বিরিয়ানির এই 'হট সংস্করণ' ইন্টারনেটে দাপিয়ে বেড়াচ্ছে।
ভাইরাল হওয়া এই ভিডিওটি একটি পার্টির। বার্বি থিমে সেজে উঠেছে পার্টি। ভিডিওতে, একজন মহিলাকে বার্বি থিমের উপর ভিত্তি করে একটি পিঙ্ক বিরিয়ানি তৈরি করতে দেখা যাচ্ছে। সেই সঙ্গে মহিলাকে বারবিকে বিরিয়ানি রায়তা তৈরি করতে দেখা যায়। ভিডিওটি দেখে সকলেই অবাক।
creamycreationsbyhkr থেকে শেয়ার করা হয়েছে এবং এই ভিডিওতে যে মহিলাকে দেখা যাচ্ছে তাঁর নাম হিনা কাসুর রাদ এবং তার মুম্বাইতে HKR বেকিং একাডেমি রয়েছে। তিনি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে খাবার সম্পর্কে নতুন নতুন ভিডিও শেয়ার করে থাকেন। অনেক ব্যবহারকারী এই গোলাপি বিরিয়ানির ভিডিওতে মন্তব্য করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “আপনি এতে অনেক রঙ ব্যবহার করেছেন। এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়” যখন অনেকেই এই বিরিয়ানি চেখে দেখার ইচ্ছাও জানিয়েছেন।
ভিডিওটি পোস্ট করা একদিনের মধ্যেই ৯.২ লক্ষ ভিউজ আসে। ১.৫ লাখ লাইকও পড়ে যায় ভিডিওতে। কিন্তু কমেন্টে কেউই বিশেষ প্রশংসা করেননি এই বার্বি বিরিয়ানির। একেবারে বার্বির মত টকটকে গোলাপি রংয়ের এই বিরিয়ানি দেখে তো হতবাক নেটিজেনরা।