Advertisment

পিৎজা এখন আকাশপথে! উড়ে এসেই চটজলদি ডেলিভারি, ভিডিও আপনাকে চমকে দেবে

পিৎজা ডেলিভারির এই পদ্ধতি ক্রমশই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

author-image
IE Bangla Web Desk
New Update
Viral Video Today,Udkar Ki Pizz Delivery,Jet Suit Pizza Delivery,Google Trends,Pizza Delivery By Sky,Flying Pizza Delivery Video,Amazing Video

পিৎজা সরবরাহের এই পদ্ধতি ক্রমশই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

পিৎজা এখন আকাশপথে! উড়ে এসে দিলেন ডেলিভারি, অবাক করা ভিডিও দেখে চোখ কপালে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে জেট স্যুট পরা এক ব্যক্তি কীভাবে পিৎজা নিয়ে আকাশে উড়ে যান এবং কয়েক মিনিটের মধ্যে তিনি তা গ্রাহকদের কাছে পৌঁছে দেন।

Advertisment

পিৎজা কোম্পানিগুলি তাদের গ্রাহকদের কাছে নির্দিষ্ট সময়ের মধ্যে অর্ডার করা পিৎজা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। কিন্তু অনেক সময় ট্রাফিক সমস্যা ও দীর্ঘ দূরত্বের কারণে পিৎজা ডেলিভারি করতে খানিক দেরি হয়ে যায় ডেলিভারি বয়ের। কিন্তু এখন যে প্রযুক্তি সামনে এসেছে তাতে কয়েক মিনিটের মধ্যেই আপনার কাছে পৌঁছে যাবে পিৎজা ডেলিভারি বয়। এই প্রযুক্তিকে পরীক্ষামূলকভাবে ব্যভার করা হচ্ছে আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে জেটস্যুট পরা পিৎজা ডেলিভারি বয়কে। এই সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যা সত্যিই অবাক করার মতো। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় ডোমিনোজ কোম্পানির এক কর্মচারী জেট স্যুট পরে পিৎজার বাক্স পিঠে বেঁধে রেখেছেন। কিছুক্ষণের মধ্যে, এটি বোতাম টিপে উড়ে তিনি উড়ে যান এবং গ্রাহকদের কাছে তা ডেলিভারি করতে পৌঁছেও যান। ডমিনো'সের তরফে জানানো হয়েছে কোম্পানি জেট স্যুট পিজা ডেলিভারির একটি ট্রায়াল নিয়েছে এবং তা সফলও হয়েছিল।

পিৎজা ডেলিভারির এই পদ্ধতি ক্রমশই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। marketingmentor.in নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি আপলোড করা হয়েছে। এছাড়াও, ক্যাপশনে জানানো হয়েছে, "ডমিনো'স ব্রিটেনের গ্ল্যাস্টনবারি ফেস্টিভ্যালে বিশ্বের প্রথম জেট স্যুট পিজা ডেলিভারি পরিষেবা পরীক্ষামূলকভাবে চালু করে৷

Viral Video
Advertisment