Advertisment

একইসঙ্গে তিনটি বিদ্যুৎরেখা ছুটে এল বিমানের দিকে, তারপর.... দেখুন ভিডিওতে

ভিডিওতে দেখা যাচ্ছে, মেঘে ঢাকা ছায়াঘন আকাশ, বিমান নেমে আসছে রানওয়ের দিকে। হঠাৎই ঝলসে ওঠে চারপাশ।

author-image
IE Bangla Web Desk
New Update
দিনের সেরা ভাইরাল খবর: কোয়ারান্টিন সেন্টারে চলছে টানটান ক্রিকেট ম্যাচ,সামুদ্রিক হিংস্র প্রাণীর বন্ধুত্ব

ল্যান্ড করছে বিমান। এমন সময় ছুটে এল তিন দিক থেকে তিনটি বিদ্যুৎরেখা। এমনই একটি দৃশ্য ধরা পড়েছে ক্যামেরায়। যা দেখে রীতিমত আঁতকে উঠেছে নেটপাড়া। ঘটনাটি ঘটে লন্ডনের হিথরো বিমানবন্দরের ওপরে। স্থানীয় সংবাদসূত্রে জানা গিয়েছে, আবহাওয়ার মনোরম সৌন্দর্য ক্যামেরাবন্দী করছিলেন এক ব্যক্তি। এমন সময় তিনি দেখতে পান, অবতরণ করছে একটি বিমান। তখনই সেদিকে ক্যামেরা তাক করতেই ঘটে যায় সেই ভয়ঙ্কর ঘটনা। যা অজস্র নেট নাগরিকদের হাতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে, মেঘে ঢাকা ছায়াঘন আকাশ, বিমান নেমে আসছে রানওয়ের দিকে। হঠাৎই ঝলসে ওঠে চারপাশ। একসঙ্গে ছুটে আসে তিনটি বজ্রবিদ্যুতের রেখা।

দেখুন ভিডিওতে...

স্থানীয় সংবাদসূত্রে আরও জানা গিয়েছে, বজ্রের তিনটি রেখা বিমানটিকে স্পর্শ করেছে, কিন্তু কোনো ক্ষতি করতে পারেনি। স্বাভাবিক ভাবেই অবরতণ করে বিমান।

Read the full story in English

viral news viral kolkata
Advertisment